reporterঅনলাইন ডেস্ক
  ১০ মার্চ, ২০১৭

কথা শুনবে রিমোট কন্ট্রোল

দূর নিয়ন্ত্রণের মাধ্যমে এতদিন টেলিভিশন থেকে শুরু করে গাড়ি নিয়ন্ত্রণ করার কথা আমরা শুনেছি। কিন্তু এই নিয়ন্ত্রণের যন্ত্রে যদি বসিয়ে দেয়া হয় আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স? তাহলে অনেকটা মানুষের মতো কথা বলে চালানো হবে যন্ত্রগুলোকে।

এমনই এক ডিভাইস আসতে চলেছে আগামী কয়েকদিনের মধ্যেই। ছোট এই ডিভাইস দেখতে রিমোট কন্ট্রোল স্টিকের মতো। এই যন্ত্রটি পরিচিত হবে নেক্সট জেনারেশন ফায়ার টিভি স্টিক নামে। নাম শুনেই বুঝতে পারছেন, প্রধানত টেলিভিশন পরিচালনা করতেই ব্যবহার হবে এটি। তবে এতে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স অ্যাড হচ্ছে বলে ইউজাররা অনেক সুবিধা পাবেন।

এই ডিভাইসে পাশে বসা বন্ধুকে বলার মতো করে বললেই হবে, ফায়ার টিভি স্টিক সেটি চিহ্নিত করে টিভির উপযোগী তরঙ্গ তৈরি করে ফেলবে। যেমন সাসপেন্স থ্রিলার খোঁজ বা নেটফিক্সটা খোল অথবা ভিডিওটিকে ৩০ সেকেন্ড পেছনে নাও বা দুই মিনিট সামনে নাও।’। সঙ্গে সঙ্গে অ্যালেক্সা সাড়া দেবে আপনার কণ্ঠস্বরে।

নতুন এই ফায়ার টিভি স্টিক দিয়ে কিন্তু আরো কাজ করা সম্ভব হবে অ্যালেক্সা অ্যাপের কারণে। এই রিমোট দিয়ে আপনার স্মার্ট হোম ডিভাইসগুলোও কাজ করবে। এ ছাড়াও রিমোটের কাছে জিজ্ঞেস করে নিতে পারবেন আবহাওয়ার খবর, খেলার স্কোর, ছাড়তে পারবেন গান। শুধু তাই নয়, বাজারের সদাই থেকে বাইরে খেতে বা ঘুরতে যাওয়ার জন্য গাড়িও ভাড়া করতে পারবেন এই রিমোট দ্বারাই। এই ডিভাইসটির দাম করা হয়েছে ৩৯.৯৯ পাউন্ডের মতো। আশা করা যাচ্ছে, এই টিভি স্টিক আগামী মাস দুয়েকের মধ্যে বাজারে চলে আসবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ডিভাইস,রিমোট কন্ট্রোল,ফায়ার টিভি স্টিক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist