reporterঅনলাইন ডেস্ক
  ২৫ জুলাই, ২০২০

জিপি পকেট রাউটার ২৯৯৯ টাকায়

করোনাকালে ডিজিটাল হতে গ্রামীণফোন নিয়ে এসেছে (এমএফ৯২৭ইউ) মডেলের এলটিই পকেট রাউটার। বাসায়, রিটেইল স্টোর বা অফিস এমন সব জায়গা থেকেই এ পকেট রাউটার দিয়ে ইন্টারনেটে যুক্ত থাকা যাবে।

নতুন এ পকেট রাউটার প্রসঙ্গে গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মোহাম্মদ সাজ্জাদ হাসিব জানালেন, করোনা ভাইরাস প্রতিদিনের জীবন বদলে দিয়েছে। ফলে ডিজিটাল মাধ্যমের সক্রিয়তা অনেকাংশেই বাড়ছে। ফলে দিন দিন বহু ডিজিটাল সম্ভাবনাও উন্মোচিত হচ্ছে।

গ্রামীণফোন তার গ্রাহকের প্রয়োজনে নিত্যনতুন সেবা ও সুবিধা দিয়ে আসছে। জিপি পকেট রাউটারের মাধ্যমে একেবারে প্রত্যন্ত জায়গা থেকেও একাধিক ভোক্তা একইসাথে গ্রামীণফোনের ফোরজি এলটিই সুবিধা নিতে পারবেন। ডিজিটাল বাংলাদেশ গড়তে এ রাউটার সহায়ক হবে বলে জানান মোহাম্মদ সাজ্জাদ হাসিব।

দৃষ্টিনন্দন ডিজাইনের এমএফ৯২৭ইউ প্রতি সেকেন্ডে ১৫০ ডাটা ডাউনলিঙ্ক, ৫০ আপলিঙ্ক সমর্থন করে। যা একইসাথে ১০ জন ব্যবহারকারীকে উচ্চগতির মোবাইল ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেবে। সাদা রঙের চেসিস এবং চারটি এলইডি ইন্ডিকেটর লাইট যুক্ত ৮০২.১১ বি/জি/এন ২x২ ওয়াই-ফাই রাউটারের এমএফ৯২৭ইউ সব ডেস্কসহ সব জায়গায় সহজেই ব্যবহারযোগ্য।

ডাটা কানেক্টিভিটি শেয়ারে ‘এমএফ৯২৭ইউ’ প্রযুক্তি দেবে ৩০০ এমবিপিএস ডাটা এবং ইউএসবি পোর্ট ব্যবহারের সুবিধা। সহজে বহনযোগ্য রাউটারটির আকৃতি মাত্র ৭৮*৭৮*১৪.৫ মিলি মিটার। ব্যাটারি ২০০০ মিলি অ্যাম্পিয়ার। রাউটার একটানা ৮ ঘণ্টা কাজ করবে। যা ভোক্তাকে যেকোনো জায়গা থেকে সবসময়ই উচ্চগতির ইন্টারনেট দেবে বলে জানিয়েছে গ্রামীণফোন।

দাম ২ হাজার ৯৯৯ টাকা। বিক্রয়োত্তর ওয়্যারেন্টি থাকবে দুই বছর।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জিপি,পকেট রাউটার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close