reporterঅনলাইন ডেস্ক
  ২২ মার্চ, ২০২০

পড়ুন, করোনায় আক্রান্ত হলে কী করবেন তসলিমা

প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে শঙ্কিত নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন।

তসলিমার শরীরে করোনা সংক্রমিত হলে কী করবেন, জানিয়েছেন তিনি। শনিবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ে স্ট্যাটাস দিয়েছেন এই লেখিকা।

প্রতিদিনের সংবাদ অনলাইন পাঠকদের জন্য তার সেই স্ট্যাটাস তুলে ধরা হলো—

‘আমাকে করোনাভাইরাস ধরলে আমি নির্ঘাত মরব। কারণ, আমার বয়স বেশি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম। যখন আমার উপসর্গ শুরু হবে, কেউ আমাকে দেখতে আসবে না। সম্পূর্ণ একা তখন আমি। কী করব তখন? প্রিয় রবীন্দ্রসংগীতগুলো শুনতে থাকব। একসময় মরে যাব। আমার মৃতদেহ দূরে কোথাও নিয়ে পুড়িয়ে দেওয়া হবে। আমি যে দিল্লির এইমস আর নিউইয়র্কের ল্যাংগনে মৃতদেহ দান করেছি, কোনো লাভ হবে না, ভাইরাসে মৃত্যু হলে ওরা দেহ নেয় না। পৃথিবীটা হঠাৎ করে কীরকম ভয়াবহ হয়ে উঠেছে। এই পৃথিবীকে আমি চিনি না।’

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
তসলিমা নাসরিন,করোনাভাইরাস,নির্বাসিত লেখিকা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close