reporterঅনলাইন ডেস্ক
  ০৮ ফেব্রুয়ারি, ২০২০

হ্যাকারদের কবলে ফেসবুকের টুইটার-ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট

বিশ্বের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুকের টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিছু সময়ের জন্য নিজেদের হাতে নিতে সক্ষম হয়েছিল একদল হ্যাকার।

শুক্রবার আওয়ারমাইন নামের একটি গ্রুপ এ হ্যাকিং করে বলে জানিয়েছে বিবিসি। তবে হ্যাকড হওয়া অ্যাকাউন্টগুলো অল্প সময়ের মধ্যেই পুনরুদ্ধার করে ফেসবুক কর্তৃপক্ষ।

ফেসবুকের পাশাপাশি এর ম্যাসেজিং অ্যাপ ম্যাসেঞ্জারের টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও হ্যাক করেছিল আওয়ারমাইন।

হ্যাকার গ্রুপটি বলছে, তাদের হামলার উদ্দেশ্য ছিল অনলাইনজগতের ঝুঁকির বিষয়টি ‍তুলে ধরা। গত মাসে দলটি মার্কিন ন্যাশনাল ফুটবল লিগের বেশ কয়েকটি দলের ডজনের বেশি অ্যাকাউন্ট হ্যাক করেছিল।

শুক্রবার হ্যাক করার পর ফেইসবুকের টুইটার অ্যাকাউন্টে তারা লিখেছিল, “হাই, আমরা আওয়ারমাই। দেখো, এমনকি ফেসবুকও হ্যাক করা যায়। তবে তাদের নিরাপত্তা অন্তত টুইটারের চেয়ে ভালো।

ফেসবুক ও ম্যাসেঞ্জারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করে তারা সেখানে আওয়ারমাইনের লোগোও ঝুলিয়ে রাখে।

সোশাল মিডিয়া অ্যাকাউন্টগুলো হ্যাকিংয়ের কবলে পড়লেও ফেসবুকের নিজস্ব প্ল্যাটফর্মটি হ্যাকড হয়নি বলে জানিয়েছে বিবিসি।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হ্যাকার,ফেসবুক,টুইটার,ইনস্টাগ্রাম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close