reporterঅনলাইন ডেস্ক
  ২১ জানুয়ারি, ২০২০

হুয়াওয়ের নতুন ফোনে ৭ ক্যামেরা

হুয়াওয়ের নতুন ফ্ল্যাগশিপ পি৪০ প্রো স্মার্টফোনটি চলতি বছর মার্চ মাসে উন্মোচন করা হতে পারে।

এক প্রতিবেদনে বলা হয়েছে, ডিভাইসটিতে ব্যবহার করা হতে পারে সনির তৈরি ৫২ মেগাপিক্সেল ক্যামেরা। ফোনটির রিয়ার ক্যামেরা থাকবে পাঁচটি ও সামনে পাঞ্চ হোল ডিসপ্লের নিচে ডুয়েল সেলফি ক্যামেরা।

৫২ মেগাপিক্সেল ক্যামেরাটিতে থাকবে ‘১৬-ইন-১’ প্রযুক্তি। ‘কোয়াড কোয়াড বেয়ার’ সেন্সরের মাধ্যমে ৪-ইন-১ প্রযুক্তিকে ১৬-ইন-১ স্তরে নেওয়া হবে। গভীর অন্ধকারে ভিডিও এবং ছবি তুলতেই শুরু ব্যবহার করা হবে এই প্রযুক্তি। খবর আইএএনএস-এর।

সম্প্রতি নতুন এই ডিভাইসটির ছবি ফাঁস করেছেন ইভান ব্লাস। স্মার্টফোনের সঠিক তথ্য ও ছবি ফাঁস করায় খ্যাতি রয়েছে সাইটটির।

ছবিতে দেখা গেছে পি৪০ প্রো’র পেছনে রয়েছে পেন্টা ক্যামেরা ব্যবস্থা। আর ডিভাইসটির কেসিং বানানো হয়েছে সিরামিক দিয়ে।

ডিভাইসটির পেছনে উল্লম্বভাবে বসানো হয়েছে আয়তাকার ক্যামেরা মডিউল। পাঁচটি ক্যামেরা সেন্সরের মধ্যে একটি পেরিস্কোপ-ধাঁচের টেলিফটো লেন্স। মডিউলে রয়েছে লাইকা ব্র্যান্ডিং।

ধারণা করা হচ্ছে, নতুন এই ডিভাইসটির পর্দার মাপ হবে ৬.৫ ইঞ্চি থেকে ৬.৭ ইঞ্চি। এছাড়া হুয়াওয়ে পি৪০ প্রোতে নতুন কিরিন ৯৯০ প্রসেসরের পাশাপাশি ৫জি মডেম নিয়ে আসতে পারে।

পি সিরিজের আগের দুটি ফ্ল্যাগশিপ গত মার্চ মাসে ফ্রান্সের প্যারিসে উন্মোচন করেছে হুয়াওয়ে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হুয়াওয়ে,স্মার্টফোন,পি৪০ প্রো,ক্যামেরা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close