reporterঅনলাইন ডেস্ক
  ২১ নভেম্বর, ২০১৯

নারীদের জন্য দেশে প্রথমবার ‘গুগল ডেভফেস্ট’

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘গুগল উইমেন ডেভফেস্ট’ সম্মেলন।

প্রযুক্তি বিষয়ক সম্মেলনটির সুবাদে নারীরা ‘মেশিন লার্নিং’ ও গুগল প্রযুক্তি সম্পর্কে জানতে পারবেন। এ ছাড়াও নারী অংশগ্রহনকারীদের জন্য থাকছে চাকরির সুযোগ।

প্রতিবছর বিশ্বের ১০০টিরও বেশি দেশে আয়োজিত হয়ে থাকে সম্মেলনটি। বাংলাদেশে এ সম্মেলনটির আয়োজক হিসেবে দায়িত্ব পালন করছে গুগল ডেভেলপার গ্রুপ ঢাকা। আয়োজকরা জানিয়েছেন, এবারের সম্মেলনে ‘কর্মক্ষেত্রে বৈচিত্র্য, সমতা প্রতিষ্ঠা’র মতো বিষয়গুলো গুরুত্ব পাবে।

প্রযুক্তি শিল্পে নারীদের নেতৃত্ব, উদ্ভাবন, অর্জন, সাফল্যের বিষয়গুলোও তুলে ধরা হবে সম্মেলনে।

২৩ নভেম্বর ‘ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ’ প্রাঙ্গনে পর্দা উঠবে গুগল উইমেন ডেভফেস্ট ২০১৯-এর। দুপুর ১:৩০ মিনিট থেকে শুরু হবে এর কার্যক্রম।

অংশগ্রহণে ইচ্ছুকদের জন্য অনলাইন নিবন্ধনের সুযোগ রাখা হয়েছে। নিবন্ধন করতে ক্লিক করুন এই লিঙ্কে : গুগল উইমেন ডেভফেস্ট

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
উইমেন ডেভফেস্ট,গুগল,নারী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close