reporterঅনলাইন ডেস্ক
  ৩১ আগস্ট, ২০১৯

টুইটারের প্রধান নির্বাহীর অ্যাকাউন্ট হ্যাকড

টুইটারের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জ্যাক ডরসির টুইট অ্যাকাউন্ট কিছু সময় হ্যাকারদের কবলে পড়ে। ৪০ লাখ অনুসারীর ওই অ্যাকাউন্ট থেকে সেসময় আপত্তিকর ও বর্ণবাদী টুইট, রি-টুইটও করা হয়।

ওই প্রোফাইল প্রায় ১৫ মিনিট হ্যাকারদের দখলে ছিল বলে বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

‘চাকলিং স্কোয়াড’ নামে একটি দল ডরসির অ্যাকাউন্ট হ্যাক করার কৃতিত্ব দাবি করেছে। মাইক্রোব্লগিং সাইটটির নিরাপত্তা দেয়াল ভেদ করেই অ্যাকাউন্টটির নিয়ন্ত্রণ নেওয়া হয়েছিল, জানিয়েছে তারা। মিনিট ১৫ হ্যাকারদের নিয়ন্ত্রণে থাকার পর টুইটার তা উদ্ধার করতে সক্ষম হয়।

টুইটার কর্তৃপক্ষ বলেছে, তাদের নিজস্ব সিস্টেমে ঢুকতে পারেনি হ্যাকাররা। এর জন্য একটি মোবাইল অপারেটর দায়ী। তবে ওই মোবাইল অপারেটরের নাম প্রকাশ করেনি তারা।

টুইটারের এক বিবৃতিতে বলা হয়, মোবাইল অপারেটরের নিরাপত্তা পর্যবেক্ষণের সুযোগে টুইটার অ্যাকাউন্টের সঙ্গে থাকা ফোন নম্বর আগে হ্যাক করা হয়। এতে অননুমোদিত ব্যক্তি ফোন নম্বর থেকে টেক্সট বার্তার মাধ্যমে টুইট করতে পেরেছে। এ সমস্যা এখন সমাধান করা হয়েছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
টুইটার,অ্যাকাউন্ট হ্যাকড!,প্রধান নির্বাহী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close