reporterঅনলাইন ডেস্ক
  ২৮ আগস্ট, ২০১৯

স্বাস্থ্যসেবায় বাংলালিংকের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ডাক্তারভাই’

বাংলাদেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক গ্রাহকদের স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন সুবিধা প্রদানের লক্ষ্যে চালু করেছে স্বাস্থ্যসেবার বিশেষ ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ডাক্তারভাই’।

স্বাস্থ্য ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের পাশাপাশি এই প্ল্যাটফরমের মাধ্যমে চিকিৎসা বিষয়ক বিভিন্ন সেবা পাবেন গ্রাহকরা। বাংলালিংকের সেবা ও প্রযুক্তি সহযোগী প্রতিষ্ঠান হেলথকেয়ার ইনফরমেশন সিস্টেম লিমিটেড (এইচআই এসএল)-এর সহযোগিতায় চালু করা হয়েছে প্ল্যাটফরমটি।

সম্প্রতি বাংলালিংকের প্রধান কার্যালয় টাইগার্স ডেনে আয়োজিত এক অনুষ্ঠানে ‘ডাক্তারভাই’ চালুর আনুষ্ঠানিক ঘোষণা দেন বাংলালিংকের সিইও এরিক অস। গুগল প্লেস্টোর থেকে ‘ডাক্তারভাই’ ইন্সটলের পর সাবস্ক্রাইব করে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সুবিধাগুলো পাওয়া যাবে।

যেকোনো বাংলালিংক নম্বর থেকে ইউএসএসডি কোড *১৬৬৪৩# ডায়াল করেও সুবিধাগুলো পেতে পারেন গ্রাহকরা। দৈনিক, মাসিক ও বাৎসরিক প্যাকের মাধ্যমে ‘ডাক্তারভাই’ ব্যবহার করা যাবে। প্যাকগুলোর মূল্য যথাক্রমে ২ দশমিক ৫৫ টাকা, ৬৩ দশমিক ৭৫ টাকা ও ৭৩৩ দশমিক ১৩ টাকা (ভ্যাট ও করসহ)।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ডিজিটাল প্লাটফর্ম,ডাক্তারভাই,অ্যাপ,বাংলালিংক,স্বাস্থ্যসেবা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close