reporterঅনলাইন ডেস্ক
  ১৯ জুন, ২০১৯

বাংলায় এসএমএস পাঠালে খরচ ২৫ পয়সা

মোবাইল ফোন থেকে বাংলায় এসএমএস পাঠানোকে উৎসাহিত করতে খরচ কমানো হয়েছে। মোবাইল থেকে মোবাইলে বাংলায় এসএমএস পাঠাতে এখন খরচ হবে মাত্র ২৫ পয়সা, যা প্রতিবার ইংরেজি এসএমএসের অর্ধেক। ২০ জুন থেকে এটি কার্যকর হবে।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিস বিভাগের উপপরিচালক সামিরা তাবাসসুম স্বাক্ষরিত গত ১৩ জুন এক নির্দেশনায় বলা হয়, আগামী ২০ জুন থেকে এ নির্দেশনা কার্যকর হবে। বাংলায় প্রতিটি এসএমএসের জন্য ভ্যাট ও ট্যাক্স ব্যতীত ২৫ পয়সা করে নির্ধারণ করা হলো।

এরইমধ্যে নির্দেশনাটি দেশের সকল মোবাইল ফোন অপারেটরগুলোর প্রধান নির্বাহীদের বরাবর পাঠানো হয়েছে।

এরআগে গতকাল মঙ্গলবার ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এক ফেসবুক পোস্টে লিখেছেন, বাংলায় একটি এসএমএস পাঠাতে ইংরেজির প্রায় দ্বিগুণ খরচ হয়। কারণ, বাংলায় অক্ষর বেশি হয়ে যায়। সেই অসুবিধার যুগ অতিক্রান্ত। এখন রাষ্ট্রভাষায় এসএমএস পাঠান ইংরেজির অর্ধেক দামে।

বর্তমানে প্রতি এসএমএসের ক্ষেত্রে ৫০ পয়সা (ভ্যাট ও ট্যারিফ ব্যতীত) খরচ হয়। ২০১০ সালের ১৫ আগস্ট থেকে এ ট্যারিফ কার্যকর আছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এসএমএস,মোবাইল,বিটিআরসি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close