reporterঅনলাইন ডেস্ক
  ১৪ মে, ২০১৯

হোয়াটসঅ্যাপে হ্যাকারদের হামলা

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ আক্রমণ চালিয়েছে হ্যাকাররা। দূর থেকে নজরদারি সফটওয়্যার ব্যবহার করে এ হামলা চালানো হয়েছে।

মোবাইল ফোন ও অন্যান্য যন্ত্রে এই সফটওয়্যার বসানো হয়েছিল। খবর বিবিসির।

ফেসবুকের মালিকাধীন এই প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপ জানিয়েছে, আগে থেকেই বাছাই করা কিছু নির্দিষ্ট নম্বরে এই হামলা চালানো হয়েছে। হামলায় উন্নত সাইবার চরিত্র ব্যবহার করা হয়েছে।

সোমবার হোয়াটসঅ্যাপ তাদের ১৫০ কোটি ব্যবহারকারীকে অ্যাপটি আপডেট করতে অনুরোধ জানিয়েছে।

ইসরায়েলের একটি নিরাপত্তা সংস্থা এই হামলা চালিয়েছে বলে ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হোয়াটসঅ্যাপ,সাইবার হামলা,হ্যাকার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close