reporterঅনলাইন ডেস্ক
  ১৩ মে, ২০১৯

মায়েদের জন্য রান্না বিষয়ক সোশ্যাল অ্যাপ

বিশ্ব মা দিবস উপলক্ষে মায়েদের উৎসর্গ করে রান্না বিষয়ক সোশ্যাল অ্যাপ ‘মমস রেসিপিস’ তৈরি করেছে উইমেন ইন ডিজিটাল নামের সংগঠনটি। এই অ্যাপের মাধ্যমে মায়েরা তাদের বিভিন্ন রান্নার রেসিপি খুব সহজেই সকলের কাছে তুলে ধরতে পারবেন।

বাংলা, ইংরেজিসহ বিশ্বের যেকোনো ভাষায় রেসিপি পোস্ট করা যাবে। ছবির পাশাপাশি রেসিপির ভিডিও পোস্ট করা যাবে। অ্যাপটিতে রয়েছে লাইক, কমেন্ট এবং শেয়ার সুবিধা।

গুগল প্লে স্টোরে ‘মমস রেসিপিস’ অ্যাপটির বেটা ভার্সন গত ৬ মে উন্মুক্ত করা হয়েছে। নাম, ই-মেইল অ্যাড্রেস এবং ছবি দিয়ে অ্যাকাউন্ট খুলে অ্যাপটি ব্যবহার করা যাবে।

তথ্যপ্রযুক্তিতে নারীদের উদ্বুদ্ধ করতে কাজ করা সংগঠন উইমেন ইন ডিজিটালের প্রতিষ্ঠাতা আচিয়া খালেদা নীলা বলেন, ‘প্রতিটি মানুষের কাছে তার মায়ের হাতের রান্নার চেয়ে সুস্বাদু ও মজাদার রান্না কেউ করতে পারেনা। এই কথা বিবেচনায় নিয়ে প্রতিটি মায়ের রান্না স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিতে মা দিবসে সকল মায়েদের জন্য আমাদের এই উদ্যোগ।’

অ্যাপটি ডাউনলোড করতে ক্লিক করুন : মমস রেসিপিস

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অ্যাপস,রেসিপি,মমস রেসিপি,সোশ্যাল অ্যাপ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close