reporterঅনলাইন ডেস্ক
  ০৬ মে, ২০১৯

বঙ্গবন্ধুকে নিয়ে অ্যাপ বানিয়ে শিশু রাইশার চমক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে অ্যাপ বানিয়ে চমক সৃষ্টি করেছেন ৬ বছরের মেয়ে রাইশা রহমান। সে প্রথম শ্রেণির ছাত্রী। অ্যাপটি ইতিমধ্যেই গুগল প্লে স্টোরে প্রকাশিত হয়েছে।

সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে রাইশার তৈরি অ্যাপ নিয়ে বিস্তারিত তথ্য জানান রাইশার বাবা-মা এবং তার ট্রেইনার জুবায়ের হোসেন।

অ্যাপটি ওপেন করলেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বেজে উঠে। অ্যাপটিতে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানার মতো কিছু তথ্য।

রাইশার মা কামরুন্নাহার জানান, মাত্র এক বছর বয়সে রাইশা কম্পিউটারের যে কোনো ভার্সনের উইন্ডোজ অপারেটর করতে পারত। বিভিন্ন গেম অনায়াসেই খেলতে পারত। তার প্রত্যাশা রাইশা বড় হয়ে কম্পিউটার প্রোগ্রামার হবে।

রাইশার ট্রেইনার জুবায়ের হোসেন বলেন, রাইশার ট্রেইনার হিসাবে আমি গর্ব বোধ করছি এবং আমাদের জুবায়ের অ্যাপস একাডেমি প্রতিষ্ঠা কিছুটা হলেও স্বার্থক। রাইশার বাবা তার মেয়ের জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন।

অ্যাপটি ডাউনলোড করতে ক্লিক করুন : বঙ্গবন্ধু অ্যাপ

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অ্যাপ,রাইশা,বঙ্গবন্ধু অ্যাপ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close