reporterঅনলাইন ডেস্ক
  ২২ এপ্রিল, ২০১৯

বিতর্কিত সাম্প্রদায়িক পোস্ট বিষয়ে সতর্ক থাকার আহ্বান

‘সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিতর্কিত সাম্প্রদায়িক পোস্ট, লাইক, কমেন্ট বা শেয়ার থেকে বিরত থাকুন। সাইবার নিরাপত্তা ও অপরাধ বিভাগ এ বিষয়ে মনিটরিং জোরদার করেছে। যারাই অপকর্ম করবে, তাদেরকে আইনের আওতায় আনা হবে।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম সবার প্রতি এ আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, শ্রীলঙ্কার ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত এবং একই সঙ্গে উদ্বিগ্ন। এ বিষয়ে আমাদের দেশে সকল সম্প্রদায়ের নাগরিকদের শান্তিপূর্ণ সহাবস্থান উল্লেখ করার মতো।

তিনি আরও বলেন, এই জঘন্য হত্যাকাণ্ডের বিষয় নিয়ে বাংলাদেশের বিশেষ কিছু মহল সাম্প্রদায়িক কনফ্লিক্টকে উস্কে দিচ্ছে, যা নিঃসন্দেহে ঘৃণ্য কাজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে অনেকের উগ্র সাম্প্রদায়িক পোস্ট আমাদের দৃষ্টিগোচর হয়েছে।

শ্রীলঙ্কায় গির্জা এবং বিলাসবহুল হোটেল ও অন্যান্য স্থাপনায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত বেড়ে ২৯০ জনে দাঁড়িয়েছে। রোববার সকালের দিকের এই সিরিজ হামলায় আহত হয়েছেন প্রায় ৫ শতাধিক।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফেসবুক,শেয়ার,লাইক,সাম্প্রদায়িক,ডিএমপি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close