reporterঅনলাইন ডেস্ক
  ১৭ এপ্রিল, ২০১৯

৬৯৯৯ টাকায় নকিয়ার নতুন স্মার্টফোন

নকিয়া ফোনের উৎসভূমি এইচএমডি গ্লোবাল বুধবার বাংলাদেশের বাজারে নিয়ে এলো অ্যান্ড্রয়েড গো সংস্করণ স্মার্টফোন পরিবারের নতুন সদস্য নকিয়া ১ প্লাস।

নকিয়া ১ প্লাস শুরুর দিকের গ্লোবাল অ্যান্ড্রয়েড ৯ (গো সংস্করণ) স্মার্টফোনগুলোর মধ্যে অন্যতম, যাতে থাকছে একটি বড় স্ক্রীনসহ উচ্চমান সম্পন্ন ডিজাইন ও সলিড ইমেজিং।

ব্যবহারকারীরা এখন তাদের প্রিয় অ্যাপ্লিকেশন, গেমসহ সর্বশেষ অ্যান্ড্রয়েড (গো সংস্করণ) বৈশিষ্ট্যসমূহ— যেমন গুগল অ্যাসিস্ট্যান্ট গো উপভোগ করতে পারবেন। ৬৯৯৯ টাকার অবিশাস্য সাশ্রয়ী মূল্যের এই ফোনটি পাওয়া যাচ্ছে লাল নীল এবং কালো এই তিনটি রঙে।

নকিয়া ১ প্লাসের ৫.৪৫ আইপিএস ১৮:৯ ফুল স্ক্রীন ডিসপ্লেতে গ্রাহকদের ওয়েব ব্রাউজিং, পছন্দের কন্টেন্ট স্ট্রিমিং এবং গেইমিং অভিজ্ঞতাকে আরও অনবদ্য করে তুলবে।

নকিয়া ১ প্লাসে থাকছে ৮ মেগাপিক্সেল অটো ফোকাস রেয়ার ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যা গল্পধারণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সক্ষম।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
স্মার্টফোন,নকিয়া,নকিয়া ১,নকিয়ার স্মার্টফোন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close