reporterঅনলাইন ডেস্ক
  ১৪ এপ্রিল, ২০১৯

গুগলের ডুডলে পহেলা বৈশাখ

আজ রোববার, পহেলা বৈশাখ। বাংলা ১৪২৬ সনের প্রথম দিবস। নতুন বছর উদযাপনে ব্যস্ত এখন দেশবাসী।

আজ বাংলা নববর্ষের প্রথম দিনে মঙ্গল শোভাযাত্রার প্রতীকী এ রঙিন ছবির মাধ্যমে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে গুগল। তাদের ডুডল পেজে লিখেছে, ‘শুভ পহেলা বৈশাখ’।

বাঙালির সব জীর্ণতা, সব অমঙ্গলকে অগ্নিস্নানে পুণ্য করার প্রত্যয়ের এই দিনটিকে গুগল তাদের ডুডলের মাধ্যমে তুলে ধরেছে। গুগল লেখাটিকে বাঘের আকারে সাজিয়ে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে তারা।

যারাই আজ গুগলের হোমপেজে যাচ্ছেন, তাদের সবারই চোখে পড়ছে বাঘের প্রতিকৃতি। লাল, সাদা, হলুদ, কালো রঙে আঁকা সেই বাঘ বাঁশের মাথায় তুলে ধরেছেন পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় অংশ নেওয়া মানুষেরা।

গুগল ডুডল হলো, গুগল ওয়েবসাইটের হোমপেজে দেওয়া গুগলের সাময়িক লোগো। বিভিন্ন দিবস, জনপ্রিয় কাজ কিংবা নানা দেশের বিখ্যাত ব্যক্তিকে শ্রদ্ধা জানিয়ে এই ডুডল বানানো হয়।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গুগল,ডুডল,পহেলা বৈশাখ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close