reporterঅনলাইন ডেস্ক
  ২৯ মার্চ, ২০১৯

গুগলের ডুডলে ভাস্কর নভেরা

বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের অন্যতম রূপকার ভাস্কর নভেরা আহমেদের ৮০তম জন্মদিন উপলক্ষে ডুডল তৈরি করেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল।

১৯৩৯ সালের ২৯ মার্চ চট্টগ্রামে জন্মগ্রহণ করেন প্রখ্যাত এই ভাস্কর্যশিল্পী।

গুগলে ঢুকলেই আজ চোখে পড়ছে নভেরাকে নিয়ে বিশেষ ডুডলটি। ডুডলে ক্লিক করলে নভেরা আহমেদকে নিয়ে গুগলে নানা অনুসন্ধান পাতা দেখাচ্ছে।

ডুডলটি সম্পর্কে গুগল ডুডল পেজে লেখা হয়েছে, বাংলাদেশের প্রথম আধুনিক ভাস্করের স্মরণে তারা এ ডুডল প্রদর্শন করছে।

১৯৯৭ সালে একুশে পদক পান গুণী এই শিল্পী। নভেরা আহমেদকে নিয়ে জীবনী উপন্যাস 'নভেরা' লিখেছেন প্রখ্যাত লেখক হাসনাত আবদুল হাই। এ বইসহ আরও কিছু তথ্য নিয়ে ধ্রুপদী অ্যাক্টিং স্পেস মঞ্চে এনেছে নাটক 'নভেরা'। এ ছাড়া বাংলা একাডেমির প্রদর্শনালয়েরও নামকরণ করা হয়েছে তার নামে।

নভেরা আহমেদ ২০১৫ সালের ৬ মে প্যারিসে মারা যান।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভাস্কর নভেরা,গুগল,ডুডল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close