reporterঅনলাইন ডেস্ক
  ১২ ডিসেম্বর, ২০১৮

ফেসবুক অফিসে বোমাতঙ্ক, মেলেনি কিছু

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রধান কার্যালয়ে বোমা হামলা হওয়ার হুমকির খবরের পর একটি ভবন থেকে সব কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।পরে ঘটনাস্থলে এসে তল্লাশি করে বিস্ফোরক জাতীয় কোনো ডিভাইসের সন্ধান পায়নি দেশটির স্থানীয় পুলিশ।

এর আগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া মেনলো পার্কে ফেসবুকের প্রধান কার্যালয়ে মঙ্গলবার এ বোমা হামলা হুমকির খবর ছড়িয়ে পড়ে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, সব কর্মী নিরাপদে আছেন। এ ঘটনায় তদন্ত শুরু করেছে ফেসবুক।

মেনলো পার্ক পুলিশ বিভাগ জানিয়েছে, বোমা হুমকির পাওয়ার পর একটি ভবন থেকে কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে ফেসবুক ক্যাম্পাসের বিশাল বিশাল ভবনের মধ্যে কোন ভবনটি থেকে কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ বিভাগ।

উল্লেখ্য, সিলিকন ভ্যালির অপর কোম্পানি ইউটিউব কিছুদিন আগে নিরাপত্তা হুমকিতে পড়েছিল। গত মে মাসে সানফ্রান্সিসকোতে ইউটিউব সদর দফতরে এক নারী গুলি চালিয়ে নিজেকে হত্যা করেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফেসবুক,বোমাতঙ্ক,বোমা হামলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close