reporterঅনলাইন ডেস্ক
  ১২ ডিসেম্বর, ২০১৮

পালিত হচ্ছে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’

‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ আজ বুধবার (১২ ডিসেম্বর)। প্রথমবারের মতো দেশব্যাপী উদযাপিত হচ্ছে এ দিবস। ২০১৭ সালে প্রথমবার এ দিনটি ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস’ হিসেবে উদযাপিত হলেও দিবসটির নাম বদল করে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ করা হয়।

‘ডিজিটাল বাংলাদেশ হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা’ প্রতিপাদ্য নিয়ে এবার দিবসটি পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।

কর্মসূচির মধ্যে রয়েছে—ডিজিটাল বাংলাদেশ পুরস্কারপ্রাপ্তদের সম্মাননা প্রদান, রোবো ওয়ার, পাজল গেম শো, প্রদর্শনী, দেশব্যাপী অনলাইন প্লাটফরমে রচনা প্রতিযোগিতা, দেশব্যাপী জেলা উপজেলায় চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ও ডিজিটাল বাংলাদেশসম্পর্কিত আলোচনাসভা।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ডিজিটাল বাংলাদেশ দিবস,সোনার বাংলা,কর্মসূচি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close