reporterঅনলাইন ডেস্ক
  ১১ ডিসেম্বর, ২০১৮

চীনে আইফোন বিক্রি ও আমদানিতে নিষেধাজ্ঞা জারি

চীনে আইফোন বিক্রি ও আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির আদালত। চিপ নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকমের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার চীনের আদালত এ আদেশ দেয়।

অ্যাপল ও কোয়ালকমের মধ্যে চলমান পেটেন্ট মামলায় অ্যাপলের বিরুদ্ধে এ রায় দিয়েছে আদালত। তবে অ্যাপলের এক বিবৃতিতে জানিয়েছে, চীনে সব মডেলের আইফোন বিক্রি চালিয়ে যাবে তারা।

কোয়ালকমের দাবি, নির্দিষ্ট কিছু আইফোনে তাদের নকশা নকল করেছে অ্যাপল। কিন্তু অ্যাপল তাদের কোনো ক্ষতিপূরণ দিচ্ছে না।

আইফোন ৬এস, আইফোন ৬এস প্লাস, আইফোন ৭, আইফোন ৭ প্লাস, আইফোন ৮, আইফোন ৮ প্লাস এবং আইফোন এক্স-এর আমদানি ও বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে আদালত।

তবে আইফোন এক্সএস, আইফোন এক্সএস প্লাস ও আইফোন এক্সআর-এর ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আইফোন,চীন,আইফোন বিক্রি,আমদানি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close