দিনাজপুর প্রতিনিধি

  ২৩ নভেম্বর, ২০১৮

ক্ষুদে বিজ্ঞানী রোমানের কথা বলা রোবট আবিস্কার!

কথা বলা রোবট তৈরি করেছে দিনাজপুরের সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের ৪র্থ শ্রেণির ছাত্র রোমান চৌধুরী। রোমান বাহাদুর বাজার এলাকার মাইনুল চৌধুরীর ছেলে।

রোমানের বাবা জানান, তার দেওয়া বিভিন্ন ধরনের ইলেক্ট্রনিক খেলনা জমিয়ে খেলার ছলেই রোমান তৈরি করে ফেলে এই কথা বলা রোবট। রোবটটির নাম রাখা হয়েছে ‘মিকাচু’। রোবট ‘মিকাচুকে’ তার নাম, বাড়ি কোথায়, দেশের নাম, জেলার নাম জানতে চাইলে উত্তর দিতে শোনা গেছে।

রোমান জানায়, সে ‘মিকাচুকে’ আস্তে আস্তে সচল একটি রোবটে রূপান্তরিত করবে। যেন তাকে কোনও কাজ করার নির্দেশ দিলে ‘মিকাচু’ তা করতে পারে। যেমন- দরজায় কেউ আসলে দরজা খুলে দেওয়া, টিভি রিমোর্ট দূরে থাকলে তা হাতের কাছে এনে দেওয়া, লাইট-ফ্যানের সুইচ অন-অফ সহ বিভিন্ন কাজে সাহায্য করতে পারে।

রোমানের বাবা রোবট তৈরির চেষ্টায় তার পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করে আসছেন। তিনি আশা করছেন, রোমান বড় হয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের জন্য কিছু করবে।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দিনাজপুর,ক্ষুদে বিজ্ঞানী,রোমান,রোবট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close