reporterঅনলাইন ডেস্ক
  ২০ নভেম্বর, ২০১৮

১৫০ কোটি ভুয়া অ্যাকাউন্ট ডিলিট করেছে ফেসবুক

ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট সম্পর্কে আমরা সবাই কম বেশি অবগত আছি। আর ভুয়া যেকোনো কিছু নিয়েই পড়তে হয় নানা ধরনের সমস্যায়।

এবার ফেসবুক গত ৬ মাসে ১৫০ কোটিরও বেশি ভুয়া অ্যাকাউন্ট ডিলিট করেছে। জনপ্রিয় এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এই তথ্য জানিয়েছে। গত সেপ্টেম্বর পর্যন্ত হিসেব তুলে ধরা হয়েছে।

শুধু ভুয়ো অ্যাকাউন্টই নয়, নানাবিধ কারণে অনেক কনটেন্টও তারা ডিলিট করেছে। এর মধ্যে 'স্প্যাম নীতি' লঙ্ঘনের কারণে ডিলিটক করা হয়েছে ১২০ কোটি কনটেন্ট।

এ ছাড়া, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স'-এর সাহায্য নিয়ে, সন্ত্রাসবাদী উস্কানিমূলক কনটেন্টের ৯৯ শতাংশই তারা সোশ্যাল সাইট থেকে সরিয়ে দিতে সক্ষম হয়েছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফেসবুক,ভুয়া একাউন্ট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close