reporterঅনলাইন ডেস্ক
  ১০ অক্টোবর, ২০১৮

হোয়াটসঅ্যাপ মেসেজ ডিলিটের ফিচারে পরিবর্তন

হোয়াটসঅ্যাপে কাউকে ভুল করে মেসেজ পাঠালে, প্রেরক চাইলে ৭ মিনিটের মধ্যে পাঠানো মেসেজ ডিলিট করতে পারবেন ‘ডিলিট ফর এভরিওয়ান ফিচারের মাধ্যমে। গ্রাহকদের কথা চিন্তা করে ওই ফিচারে পরিবর্তন এনেছে হোয়াটসঅ্যাপ।

এখন সেই সময়সীমা বাড়িয়ে ১ ঘণ্টা ৮ মিনিট ১৬ সেকেন্ড করে দেয়া হয়েছে। ফলে মেসেজ পাঠানোর পরেও ডিলিট করতে হাতে ১ ঘণ্টা সময় পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপের ‘ডিলিট ফর এভরিওয়ান’ ফিচারটি গত বছর নভেম্বর মাসে প্রকাশ্যে আসে। লঞ্চ হওয়ার পরেই জনপ্রিয় হয়ে ওঠে এই ফিচারটি। কাউকে ভুল করে মেসেজ পাঠালে, প্রেরক চাইলে ৭ মিনিটের মধ্যে মেসেজ ডিলিট করতে পারবেন।

কিন্তু এ সময় খুবই অল্প বলে অভিযোগ জানাচ্ছিলেন গ্রাহকরা। এবার গ্রাহকদের কথা মাথায় রেখেই সেই ফিচারে পরিবর্তন এনেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

চলতি সপ্তাহেই ‘ফরওয়ার্ড মেসেজিং’ নামে ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ। আপনার পাঠানো মেসেজ অন্য কাউকে ফরওয়ার্ড করলে এ ফিচারটির মাধ্যমে সহজেই তা বোঝা যাবে।

তবে হোয়াটসঅ্যাপের ফিচারের নতুন সুবিধা এ মুহূর্তেই পাচ্ছেন না সবাই। শুধু হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড বিটা ভার্সনেই এ সুবিধা পাওয়া যাবে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হোয়াটসঅ্যাপ,মেসেজ ফিচার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close