reporterঅনলাইন ডেস্ক
  ১৯ সেপ্টেম্বর, ২০১৮

‘বাংলালিংক নেক্সট টিউবার’ দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে

দেশে দ্বিতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে ডিজিটাল রিয়েলিটি শো বাংলালিংক নেক্সট টিউবার। মোবাইল অপারেটর বাংলালিংকের সৌজন্যে জনপ্রিয় এ ডিজিটাল রিয়েলিটি শোর প্রথম পর্ব দেশব্যাপী জনপ্রিয়তা অর্জন করায় দ্বিতীয়বারের মতো এটির আয়োজন করা হচ্ছে।

প্রতিভাবান ইউটিউব ভিডিও কনটেন্ট নির্মাতাদের অন্বেষণের উদ্দেশ্যে চালু হয় ‘বাংলালিংক নেক্সট টিউবার’। আগামীকাল ২০ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে শুরু হবে এ প্রতিযোগিতাটির দ্বিতীয় পর্ব।

এবারের আসরে বিচারকের দায়িত্বে থাকবেন অভিনেত্রী পূর্ণিমা, টিভি অভিনেতা ইরেশ যাকের এবং ইউটিউবার তামিম মৃধা ও শৌভিক আহমেদ।

প্রথম পর্বের এ আয়োজনে জয়ী হয়েছিলেন র‌্যাপ ব্যাটেলভিত্তিক ভিডিও কন্টেন্ট নির্মাতাদের ইউটিউব চ্যানেল ফিউসান প্রডাকশন্সের আহনাফ নাসিফ ও রাফিদ মাহাদী। জয়ীরা সিঙ্গাপুরে অবস্থিত গুগলের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের হেড কোয়ার্টারে ঘুরে এসেছেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাংলালিংক,নেক্সট টিউবার,ইউটিউব ভিডিও কনটেন্ট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close