reporterঅনলাইন ডেস্ক
  ১১ সেপ্টেম্বর, ২০১৮

স্কাইপের নতুন চমক কল রেকর্ড

স্কাইপে ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার উন্মোচন করেছেন। নতুন ফিচারটি ব্যবহার করে স্কাইপে কারও সঙ্গে কথা বলার সময় কল রেকর্ড করা যাবে। অনেক সময় জরুরি কোনো বার্তা রেকর্ড করার প্রয়োজন পরে। নতুন এ ফিচারটির ফলে থার্ডপার্টি কোনো অ্যাপের সাহায্য ছাড়াই স্কাইপেতে রেকর্ড করা যাবে কথোপকথন।

যেভাবে রেকর্ড হবে স্কাইপের কল : ডেস্কটপ : ডাউনলোড করে স্কাইপ চালু করতে হবে। এরপর স্কাইপে কলিং অবস্থায় থাকার সময় ‘+’ সাইন বাটনে ক্লিক করতে হবে। তারপর সেখান থেকে ‘Start recording’ অপশনে ক্লিক করলে রেকর্ডি চালু হয়ে যাবে।

অ্যান্ড্রয়েড ও আইওএস : মোবাইল প্লাটফর্মেরও একই নিয়মে স্কাইপ কল রেকর্ড করা যাবে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে-স্টোর ও আইওএস ব্যবহারকারীরা অ্যাপল প্লে-স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন।

তারপর স্কাইপে কলিং অবস্থায় থাকার সময় ‘+’ সাইন বাটনে ক্লিক করতে হবে। তারপর সেখান থেকে ‘Start recording’ অপশনে ক্লিক করলে রেকর্ডিং চালু হয়ে কথোপকথন রেকর্ড হবে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
স্কাইপে,কল রেকর্ড,ফিচার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close