reporterঅনলাইন ডেস্ক
  ২৯ আগস্ট, ২০১৮

মোবাইল ফোন অপারেটরকে নির্দেশনা

গ্রাহককে সব এসএমএস বাংলায় পাঠাতে হবে

বাংলাদেশের সব মোবাইল ফোন অপারেটরকে এখন থেকে বাংলা ভাষায় গ্রাহককে এসএমএস পাঠানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এ তথ্য নিশ্চিত করেছেন।বুধবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ সিদ্ধান্ত নেয়।

মোস্তাফা জব্বার বলেন, বিটিআরসির এ সিদ্ধান্ত বুধবার থেকেই কার্যকর হবে। এরইমধ্যে বিষয়টি নিয়ে সকল মোবাইল ফোন অপারেটরকে নির্দেশনা দেওয়া হয়েছে।

দেশে এতদিন যাবত গ্রাহককে বংলা ভাষার পাশাপাশি ইংরেজিতে এসএমএস পাঠাতো মোবাইল ফোন অপারেটরগুলো। এসএমএসে ইংরেজি বর্ণে বাংলা অক্ষরে বার্তা লেখা হতো।

তবে বিটিআরসির নতুন এ সিদ্ধান্তের কারণে আজ বুধবার থেকে ইংরেজি বর্ণে বা ইংরেজি শব্দে নয়, বরং গ্রাহককে বাংলাতেই এসএমএস পাঠাতে হবে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এসএমএস,বাংলা ভাষা,মোবাইল অপারেটর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close