reporterঅনলাইন ডেস্ক
  ০৭ আগস্ট, ২০১৮

স্মার্টফোন বাজারে শীর্ষ হতে চায় হুয়াওয়ে

বৈশ্বিক স্মার্টফোন বাজারে অ্যাপলকে পেছনে ফেলে দ্বিতীয় শীর্ষ অবস্থান দখলে নিয়েছে হুয়াওয়ে টেকনোলজিস লিমিটেড।

চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ের দাবি, আগামী বছরের শেষ নাগাদ বৈশ্বিক স্মার্টফোন বাজারের শীর্ষ অবস্থান থেকে স্যামসাংকে পেছনে ফেলে তারাই হবে শীর্ষ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান। স্মার্টফোনের গুরুত্বপূর্ণ বাজার যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিক ডিভাইস বিক্রির কোনো কার্যক্রম না থাকলেও হুয়াওয়ে অ্যাপলকে হটিয়ে স্মার্টফোন বাজারের দ্বিতীয় শীর্ষ অবস্থানে জায়গা করে নিয়েছে।

হুয়াওয়ের তাদের ব্যবসায়িক বিবরণীতে জানিয়েছে, জানুয়ারি-জুন পর্যন্ত ছয় মাসে তারা ৯ কোটি ৫০ লাখ ইউনিট স্মার্টফোন সরবরাহ করেছে, যা গত বছরের প্রথমার্ধের চেয়ে ৩০ শতাংশ বেশি। সম্প্রতি শেনজেনে এক সম্মেলনে হুয়াওয়ের কনজুমার ব্যবসা বিভাগের প্রধান রিচার্ড ইয়ু বলেন, ‘এপ্রিল-জুন প্রান্তিকে আমরা অ্যাপলকে পেছনে ফেলে বৈশ্বিক স্মার্টফোন বাজারের দ্বিতীয় শীর্ষ অবস্থান দখলে নিয়েছি।

আগামী বছরের চতুর্থ প্রান্তিকের মধ্যে স্যামসাংকে হটিয়ে বাজারটির শীর্ষস্থান দখলে নিতে চাই। এটা সম্ভব এবং এতে কোনো সন্দেহ নেই।’ আইডিসির তথ্যমতে, ২০১০ সালের পর এবারই প্রথম কোনো প্রান্তিকে স্মার্টফোন সরবরাহ বিবেচনায় শীর্ষ দুই অবস্থানে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে অ্যাপল।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হুয়াওয়ে,স্মার্টফোন বাজার,শীর্ষ অবস্থান,অ্যাপল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close