reporterঅনলাইন ডেস্ক
  ০৬ আগস্ট, ২০১৮

বৃহস্পতি থেকেও বড় গ্রহের সন্ধান!

বৃহস্পতি থেকেও বড় গ্রহের সন্ধান পেয়েছে মহাকাশ বিজ্ঞানীরা। এই অতিকায় গ্রহের মতো বস্তুটি কোনো নির্দিষ্ট নক্ষত্রকে ঘিরে পাক খাচ্ছে না। গ্রহটি সূর্যের থেকে ২০ আলোকবর্ষ দূরত্বে অবস্থান করছে।

সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতির থেকেও কয়েক গুণ বড় এই নতুন আবিষ্কৃত গ্রহ। সবচেয়ে বড় কথা, এই অতিকায় গ্রহের মতো ‘দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল’-এ প্রকাশিত হয়েছে এই নতুন আবিষ্কারের কথা।

আন্তর্জাতিক ওয়েবসাইট ‘জিনহনেট ডটকম’-এ প্রকাশিত এক প্রতিবেদন জানিয়েছে, এই গ্রহটি সূর্যের থেকে ২০ আলোকবর্ষ দূরত্বে অবস্থান করছে। গ্রহটির বয়স ২০০ মিলিয়ন বছর। অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির গবেষক মেলোডি কাও জানিয়েছেন, ঠিক গ্রহ নয়, বলা যায় মহাজাগতিক বস্তুটি গ্রহ ও ব্রাউন ডোয়ার্ফ নক্ষত্রের মাঝামাঝি একটি বস্তু।

বস্তুটি থেকে শক্তিশালী চৌম্বক বিকিরণ প্রত্যক্ষ করেছেন বিজ্ঞানীরা। সেই বিকিরণ এত বেশি যে, পৃথিবীর মেরুপ্রদেশ থেকে তা দৃশ্যমান। এই শক্তিশালী চৌম্বক বিকিরণকে খুঁটিয়ে দেখলে মহাজাগতিক বস্তুসমূহ সম্পর্কে নতুন নতুন পর্যবেক্ষণ করতে পারবেন বলে মনে করছেন বিজ্ঞানীরা।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বৃহস্পতি,গ্রহ,মহাকাশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist