reporterঅনলাইন ডেস্ক
  ২৯ মে, ২০১৮

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েবসাইট উদ্বোধন

দেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি www.nu.ac.bd নতুনভাবে হালনাগাদ করা হয়েছে। সময়োপযোগী বেশকিছু নতুন ফিচারের মাধ্যমে সাজানো হয়েছে এর কন্টেন্ট। নতুন করে কিছু ম্যানু, সাব-ম্যানু বাটন যুক্ত করা হয়েছে।

এছাড়া সাইটটিতে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ইভেন্টের ভিডিও ডকুমেন্টারি, ইমেজ ও প্রকাশনাগুলো শেয়ার করার উদ্যোগ নেয়া হয়েছে। শিক্ষার্থীদের সেবা প্রদানের বিভিন্ন কার্যক্রমও সহজ করা হয়েছে।

শিক্ষার্থীদের যে কোনো কাজে সরাসরি গাজীপুর ক্যাম্পাসে যাওয়ার ব্যাপারটি নিরুৎসাহিত করা হয়েছে। দ্রুততম সময়ে সঠিক তথ্যের ব্যবহারকারীর কাছে পৌঁছে দেয়াই এর প্রধান উদ্দেশ্য বলে জানানো হয়।

নতুন আদলে করা এই ওয়েবসাইটটির উদ্বোধনকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ প্রফেসর ড. মো. নাসির উদ্দিনকে দ্রুততম সময়ের মধ্যে এ কাজটি সম্পন্ন করার জন্য ধন্যবাদ জানান।

উদ্বোধনের সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান, বিভাগীয় ডিন, আইসিটি পরিচালক, শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়,নতুন ওয়েবসাইট,ওয়েবসাইট উদ্বোধন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist