reporterঅনলাইন ডেস্ক
  ২৬ মে, ২০১৮

হ্যাকড হলো বেসিসের ওয়েবসাইট

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ওয়েবসাইটটি হ্যাক করা হয়েছে। গ্রে হ্যাট টিনেজারস নামের একটি হ্যাকার গ্রুপ সাইটটি হ্যাক করে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

শনিবার সকাল সাড়ে ১১টা থেকে ওয়েবসাইটটি হ্যাক অবস্থায় দেখা যাচ্ছে। তবে কেন হ্যাক করা হয়েছে সে বিষয়ে কোনো কিছু উল্লেখ করা হয়নি।

এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক বেসিসের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, সকালে সাইটটি আধা ঘন্টার জন্য হ্যাক করা হয়েছিল। কারা হ্যাক করেছে জানতে চাইলে তিনি বলেন, আমরা ধারণা করছি মিয়ানমারের হ্যাকাররা হ্যাক করে থাকতে পারে। তবে সে বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি।

এদিকে বিকেল ৪টা পর্যন্ত হ্যাক অবস্থায় থাকলেও তিনি দাবি করে বলেন, সাইটটি ফিরিয়ে আনার কাজ চলছে। খুব শিগগিরই সাইটটি আগের অবস্থায় ফিরে আসবে বলে জানান তিনি।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হ্যাকড,বেসিস,ওয়েবসাইট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist