reporterঅনলাইন ডেস্ক
  ১৫ মে, ২০১৮

হস্তশিল্পের অনলাইন মার্কেটপ্লেস ‘দর্পণ’ চালু

বাংলাদেশিদের মৌলিক নকশা এবং সৃজনশীল হাতের তৈরি পণ্যগুলির জন্য ই-কমার্স মার্কেটপ্লেস ‘দর্পণ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এই মার্কেটপ্লেসের মাধ্যমে হস্তশিল্প প্রেমীদের জন্য কেনাকাটা খুব সহজ এবং সুবিধাজনক হবে।

গতকাল সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে ঐতিহ্যবাহী হস্তশিল্প পণ্য কেনা এবং বিক্রি করার জন্য ‘দর্পণ’ তাদের ওয়েবসাইট www.mydorpon.com চালু করেছে।

‘দর্পণ’ এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো সৃজনশীল উদ্যোক্তা তার দোকানসমূহ স্থাপন থেকে শুরু করে পণ্য প্রদর্শন করা, সঠিক মূল্য নির্ধারণ, তাদের পণ্যের প্রমোশন, বিক্রি এবং সবশেষে ক্রেতাদের কাছে তাদের পণ্য পৌছে দিতে সক্ষম হবে। এই উদ্যোগের মূখ্য উদ্দেশ্য হলো, মধ্যস্থতাকারী ছাড়াই সৃজনশীল হস্তশিল্পের উৎপাদকদের ক্ষমতায়ন করা।

অনুষ্ঠানে দর্পণ এর সিইও ফিরোজ আহমেদ খান উদ্বোধনী বক্তব্যে অতিথিদের স্বাগত জানান এবং ‘দর্পণ’ সর্ম্পকে ধারণা দেন। এ ছাড়াও অনুষ্ঠানটিতে মূল্যবান বক্তব্য রাখেন দর্পণ এর চেয়ারম্যান, মোহাম্মদ এ. (রুমি) আলী এবং পরিচালনা পর্ষদের ব্যক্তিবর্গরা।

উদ্বোধনী অনুষ্ঠানে সারাদেশে দর্পণের কারিগরদের তৈরী ঐতিহ্যবাহী বাংলাদেশি হস্তশিল্প এবং অন্যান্য আদিবাসীদের হাতের তৈরি পণ্য প্রদর্শিত হয়। প্রদর্শিত কিছু পণ্য যেমন, ঢাকাই জামদানি, গয়না, পাটজাত দ্রব্য, নকশি কাঁথা, রিকশা চিত্রশিল্প অন্তর্ভূক্ত ছিল। এই প্রদর্শনীটি কর্পোরেট কোম্পানিসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মিডিয়া সেলিব্রেটিদেরকেও আকৃষ্ট করে।

দর্পণ এর ওয়েবসাইট : https://www.mydorpon.com/ ফেসবুক পেজ : https://www.facebook.com/dorpon15/​

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দর্পন,ই-কমার্স মার্কেটপ্লেস,হস্তশিল্প
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist