reporterঅনলাইন ডেস্ক
  ০৮ মে, ২০১৮

জাপান আইটি উইকে অংশ নিচ্ছে বেসিস

জাপান আইটি উইক আয়োজনটি এশিয়ার তথ্য-প্রযুক্তিবিদদের মিলনমেলা হিসেবে খ্যাত। টোকিওতে ৯-১১ মে পর্যন্ত অনুষ্ঠিতব্য জাপান আইটি উইকে প্রতিবারের মতো এবারো বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বেসিস।

বেসিস থেকে এবার ১৫টি প্রযুক্তি প্রতিষ্ঠান, জাপান আইটি উইকের অন্যতম বৃহত্তম বাংলাদেশ প্যাভিলিয়নে নিজেদের সেবা প্রদর্শন করবে। সেইসঙ্গে বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান এবং সহ-সভাপতি (প্রশাসন) শোয়েব আহমেদ মাসুদের নেতৃত্বে অংশ নিচ্ছে মোট ৩৫ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল।

জাপান আইটি উইকে বিভিন্ন দেশের নামি-দামি তথ্য-প্রযুক্তি প্রতিষ্ঠান নিজেদের অত্যাধ্যুনিক সেবাসমূহ তুলে ধরে জাপানের সবচেয়ে বড় এ তথ্য-প্রযুক্তি মেলায়। পাশাপাশি, বিনিয়োগকারি-তথ্য-প্রযুক্তিবিদদের মধ্যে মেলবন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই মেলা।

এ প্রসঙ্গে বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান বলেন, জাপান আইটি উইক তথ্য-প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্যে নিজেদের দক্ষতা প্রদর্শনের অন্যতম বড় মাধ্যম। বিগত কয়েক বছর ধরে বেসিস, সদস্যদের জাপান আইটি উইকে অংশগ্রহণের সুযোগ করে দিচ্ছে। এতে করে জাপানে বাংলাদেশের তথ্য-প্রযুক্তিখাত সম্পর্কে ইতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে।ফলে অনেক জাপানি বিনিয়োগকারি বাংলাদেশি প্রতিষ্ঠানে ইতিমধ্যে বিনিয়োগ শুরু করেছেন।

এবারের জাপান আইটি উইকে অংশ নেওয়া বেসিস সদস্য প্রতিষ্ঠান, ড্রিম৭১ বাংলাদেশ লিমিটেড, বিডিটাস্ক, প্রাইডসিস আইটি লিমিটেড, কমলিঙ্ক ইনফো টেক লিমিটেড, নেসেনিয়া লিমিটেড, ইক্সোরা সল্যুশন লি., শিওর সফট টেকনোলজি লিমিটেড, ই-জেনারেশন লি., লিডসফট বাংলাদেশ লিমিটেড, ডেটাসফট সিস্টেমস বাংলাদেশ লি., সিসটেক ডিজিটাল লিমিটেড, মিডিয়া৩৬৫ লিমিটেড, ডেসটিনি ইনকরপোরেশন, ইনফোক্রেট সল্যুশনস লি. এবং বিজেআইটি লিমিটেড।

এছাড়া প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছে বেসিস সদস্য প্রতিষ্ঠান, একেআর টেকনোলজি, আর্কলাইট সিস্টেমস লি., ডেটাফোর্ট লিমিটেড, মিডিয়াসফট ডেটা সিস্টেমস লি., এথিকস এডভান্স টেকনোলজি লি., র‌্যাডিসন ডিজিটাল টেকনোলজিস লি.।

বেসিস থেকে ৩৫ সদস্যের প্রতিনিধিদলের পাশাপাশি জাপান আইটি উইকে অংশ নিচ্ছে বাংলাদেশ হাইটেক পার্ক, এলআইটি, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল-বিসিএস এবং তথ্য-প্রযুক্তি বিভাগের প্রতিনিধিদল।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বেসিস,জাপান আইটি উইক,বাংলাদেশ হাইটেক পার্ক,বেসিস সদস্য প্রতিষ্ঠান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist