reporterঅনলাইন ডেস্ক
  ২৬ এপ্রিল, ২০১৮

সাশ্রয়ী দামে আই লাইফের ম্যাকসদৃশ নোটবুক

মধ্যবিত্তের মানুষের কথা চিন্তা করে উইন্ডোজ ও ম্যাকের সমন্বয়ে তৈরি ‘আই লাইফ’ ব্র্যান্ডের তিন ধরনের ল্যাপটপ দেশের বাজারে অবমুক্ত করেছে কম্পিউটার আমদানিকারক প্রতিষ্ঠান ‘সুরভী এন্টারপ্রাইজ লিমিটেড।

মধ্যবিত্তের বাজেটবান্ধব এ ল্যাপটপগুলোর মধ্যে ১৫.৬ ইঞ্চি পর্দার জেড এয়ার প্লাসের মূল্য মাত্র ২৬ হাজার ৫০০ টাকা। এ ছাড়া ১৪.১ ইঞ্চি এইচডি ডিসপ্লের জেড এয়ার এইচ সিক্সের খুচরা মূল্য ২৬ হাজার ৩০০ এবং ৫০৫ জিপিইউ সমন্বিত ১৩.৩ ইঞ্চি পর্দার জেড এয়ার থ্রির মূল্য ২৯ হাজার ৫০০ টাকা।

এই তিনটি ল্যাপটপে রয়েছে ‘জেনুইন উইন্ডোজ ১০’ এবং ইন্টেল প্রসেসর। ফলে ল্যাপটপগুলো কারিগরি প্রযুক্তির দিক দিয়ে যেমন উন্নত, তেমনি ব্যবহারবান্ধব। আর নকশায় ও ব্যাকআপে প্রতিটি ল্যাপটপেরই তুলনা চলে অভিজাত অ্যাপলের ম্যাকবুকের সঙ্গে।

এগুলোর মধ্যে ৫০০ জিবি হার্ডডিস্ক সমন্বিত জেড এয়ার প্লাস যা ৫-৬ ঘণ্টা ব্যাকআপ দিতে সক্ষম। অন্যদিকে ৬ জিবি ডিডিআর থ্রি র‌্যাম সমন্বিত মাল্টি টাস্কিং সুবিধার জেড এয়ার এইচ সিক্স দিয়ে টানা ৬-৭ ঘণ্টা কাজ করা যায় অনায়াসে। আর ২.৪০ গিগাহার্জ গতির কোয়াড (৪) কোর প্রসেসর নির্ভর ৩ জিবি ডিডিআর থ্রি র‌্যাম ও ৩২ জিবি এসএসডি স্টোরেজ সমন্বিত জেড এয়ার থ্রি এক চার্জে চলে ৮ ঘণ্টা পর্যন্ত।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আই লাইফ ল্যাপটপগুলো কিনতে পারবেন। ডেবিট ও ক্রেডিট কার্ড দিয়েও কেনা যাবে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আই লাইফ,জেড এয়ার,নোটবুক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist