reporterঅনলাইন ডেস্ক
  ০৩ এপ্রিল, ২০১৮

নকিয়া ২০১০ ফোনটি নতুন রূপে আসছে

মোবাইল ব্র্যান্ড নকিয়া দুই বছর আগে এইচএমডি গ্লোবালের হাত ধরে নতুনভাবে বাজারে ফিরেছে। প্রত্যাবর্তনের পর থেকেই নতুন মডেলের অ্যান্ড্রয়েড ফোনের পাশাপাশি নকিয়া তাদের ঐতিহাসিক ফিচার ফোনগুলোকেও নতুন রূপে নিয়ে এসে চমক সৃষ্টি করছে।

প্রতিষ্ঠানটি গত বছর ১৭ বছর আগেকার ‘নকিয়া ৩৩১০’ মোবাইলটি নতুন রূপে বাজারে নিয়ে আসে। চলতি বছরের ফেব্রুয়ারিতে নিয়ে আসে দুই দশক আগের ‘নকিয়া ৮১১০’ মোবাইলটির নতুন ভার্সন।

এবার নকিয়া মোবাইলের ২৫তম বর্ষপূর্তি উপলক্ষে বাজারে নিয়ে আসবে ‘নকিয়া ২০১০’ ফিচারফোনটি। নতুন ভার্সনে ‘নকিয়া ২০১০’ মোবাইলটির স্ক্রিন রঙিন এবং থাকছে ফোরজি সাপোর্ট সুবিধা। ধারণা করা হচ্ছে, ফেসবুক এবং এইচএমডি গ্লোবালের মধ্যে নতুন চুক্তির প্রেক্ষিতে ফোনটিতে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ সুবিধাও থাকবে।

প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম অ্যান্ড্রয়েড অথোরিটি জানিয়েছে, এক প্রতিবেদনে নকিয়ার আরো একটি জনপ্রিয় পুরোনো মডেল নতুন রূপে বাজারে প্রত্যাবর্তনের খবর জানিয়েছে। ১৯৯৪ সালে সর্বপ্রথম বাজারে আসা ‘নকিয়া ২০১০’ মডেলটি নতুন রূপে আগামী বছরে বাজারে আসতে যাচ্ছে বলে জানিয়েছে অ্যান্ড্রয়েড অথোরিটি। সূত্র : দ্য ভার্জ

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নকিয়া,নকিয়া ২০১০,ফিচারফোন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist