reporterঅনলাইন ডেস্ক
  ১২ মার্চ, ২০১৮

মশা নিধনে সনির হেলমেট!

মশাকে বশে আনতে এবার সনি তৈরি করেছে প্রজেক্টরসহ হেলমেট। সত্যিকারের জীবনে এটি কতটা কাজের হবে তা নিয়ে প্রশ্ন থাকলেও এই অদ্ভুত ডিভাইস তৈরি করেছে সনি।

মশাকে বুঝতে হলে তার মত ইন্দ্রিয় প্রয়োজন, এটাই সনির ভাষ্য। সে লক্ষ্যে তারা মশার মত দৃষ্টি তৈরি করতে হেলমেটের মধ্য দেয়া হয়েছে প্রজেক্টর। মশার চোখে দুনিয়া যেমন, ঠিক প্রজেক্টরের সামনের সবকিছু তেমনই দেখাবে।

সনি জানিয়েছে, মশা যেহেতু গন্ধের মাধ্যমে কামড়ানোর লক্ষবস্তু বের করে, তা বোঝানোর জন্য হেলমেটের মধ্যে থাকা হেডফোনে ‘ব্লাড অ্যালার্ট’ দেয়া হবে। সবশেষে ব্যবহারকারীদের চলাফেরার সঙ্গে প্রজেক্টর আর হেডফোনের সংযোগ করার জন্য হেলমেটে যুক্ত করা হয়েছে এইচটিডি ভাইব কন্ট্রোলার।

হেলমেট পরে চলাচল করলে তা শনাক্ত করে সে অনুযায়ী প্রজেক্টরের কনটেন্ট আর হেডফোনে অ্যালার্ম দুটিই বদলে যাবে। সনির দাবি, মশার মত দেখতে ও ‘শুনতে’ পেলে গবেষকরা মশাকে আরও ভালোভাবে বুঝতে পারবে। এভাবেই হয়ত একদিন মশা দমন হবে আরও সহজ ও কার্যকর। সূত্র : দ্য ভার্জ

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মশা,সনি,হেলমেট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist