reporterঅনলাইন ডেস্ক
  ২৪ ফেব্রুয়ারি, ২০১৮

ল্যান্ড রোভার স্মার্টফোন

গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ল্যান্ড রোভার প্রথমবারের মতো স্মার্টফোন নির্মাণ করলো। এক্সপ্লোর নামের এই স্মার্টফোনটিকে ‘বিশ্বের সবচেয়ে মজবুত ফোন’ দাবি করেছে প্রতিষ্ঠানটি। ল্যান্ড রোভার-এর ৪X৪ গাড়ি থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি করা হয়েছে স্মার্টফোনটি।

প্রতিরক্ষামূলক কেইস রয়েছে ডিভাইসটিতে। পরিষ্কার এবং লবণাক্ত দুই ধরনের পানিতেই ১.৮ মিটার গভীরতা পর্যন্ত টিকতে পারবে নতুন এক্সপ্লোর। সবচেয়ে প্রতিকূল অবস্থায়ও দুই দিন চলবে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির এই ডিভাইসটি।

বরফ শীতল আবহাওয়া এবং তীব্র তাপেও ডিভাইসটির কোনো ক্ষতি হবে না বলে দাবি ল্যান্ড রোভারের। স্মার্টফোনটির পর্দা ভেজা অবস্থায়ও কাজ করবে।

ডিভাইসটির সঙ্গে আলাদাভাবে একটি ‘অ্যাডভেঞ্চার প্যাক’ এনেছে প্রতিষ্ঠানটি। বাড়তি ৩৬০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি টিপিইউ এবং স্টেইনলেস স্টিল কারাবাইনার রয়েছে এতে। এই স্মার্টফোনটির অ্যাডভেঞ্চার প্যাকসহ মূল্য রাখা হয়েছে ৮৪০ মার্কিন ডলার।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ল্যান্ড রোভার,স্মার্টফোন,গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist