reporterঅনলাইন ডেস্ক
  ১৮ জানুয়ারি, ২০১৮

আমারএমপি ডটকম সাইটের যাত্রা শুরু

আমারএমপিডটকম নামের একটি ওয়েবসাইটের যাত্রা শুরু হয়েছে। ওয়েবসাইটটি রাজনৈতিক অঙ্গনে যুগান্তকারী পরিবর্তন আনবে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সম্প্রতি রাজধানীর আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারের মিলনায়তনে আমারএমপিডটকমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া।

আমার এমপি ডট কম একটা ভার্চুয়াল প্ল্যাটফর্ম। এটি ব্যবহার করলে সারাদেশের এমপি ও সাধারণ জনগণের সঙ্গে যোগাযোগের দূরত্ব দূর হবে। এটি জনগণ ও জনপ্রতিনিধিদের কাছে এটা একটা সেতুবন্ধন স্বরূপ বলে মনে করেন এর প্রতিষ্ঠাতারা।

এ সময় পলক বলেন, ‘সারাদেশের এমপিদের উন্নয়নমূলক কাজের বিরুদ্ধে যেসব অপপ্রচার চালানো হয় এসবের সময়োচিত জবাব দিতেই এই ডিজিটাল প্লাটফর্ম আমারএমপিডটকম চালু করা। ডিজিটাল প্লাটফর্ম ফেসবুকের গুরুত্বের কথা উল্লেখ করে বলেন, আমারা যে বক্তব্য দিচ্ছি এখানে তিনশ’ মানুষ শুনছেন। কিন্তু এটা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভ করলে সাথে সাথেই ৩০ হাজার মানুষের কাছে পৌঁছে দেয়া সম্ভব।’

পররাষ্ট্রমন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দিপু মনি বলেন, ‘আমারএমপিডটকমের মাধ্যমে সরাসরি যোগাযোগ করা সম্ভব। নাগরিক সেবা আজ হাতের মুঠোয়। জনগণের সাথে আমাদের যত বেশি সংযোগ হবে আমরা ততবেশি আমাদের দায়িত্ব পালনে সুবিধা করতে পারবো।’

তিনি আরও বলেন, দেশের ৫০ শতাংশ মানুষের আজ ইন্টারনেট এক্সেস আছে। দেশের মানুষ ১৩ কেটি সিম ব্যবহার করছে। অবাধ তথ্য প্রবাহের কারণে মানুষ আজ সোচ্চার হয়েছে। স্বচ্ছজবাবদিহিতার এই সরকার সকল ব্যবস্থা করেছে। যাদের কাছে পৌঁছাতে আমাদের দশ বছর লাগতো, তাদের সাথে আজ আমরা খুব সহজেই যোগযোগ করতে পারছি।’

অনুষ্ঠানে বেশ কয়েকজন দর্শক উপস্থিত সংসদ সদস্যদের কাছে সরাসরি প্রশ্ন করেন। সংশ্লিষ্ট সংসদ সদস্যরা তাদের প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন আমারএমপিডটকম সংগঠনের সাধারণ সম্পাদক ইফতেখার মোহাম্মদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিরোধীদলীয় নারী সংসদ সদস্য রওশন আরা মান্নান ও সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য কোহেলী কুদ্দুস মুক্তি। অনুষ্ঠানে সেরা দশ সংসদ সদস্যকে ক্রেস্ট দিয়ে সম্মননা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সারাদেশ থেকে আগত সংসদ সদস্যরা এবং আমারএমপিডটকমের অ্যাম্বাসেডররা।

সাইটটি সম্পর্কে জানতে ক্লিক করুন এই ঠিকানায় https://amarmp.com/

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমার এমপি,ওয়েবসাইট,ভার্চুয়াল প্ল্যাটফর্ম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist