reporterঅনলাইন ডেস্ক
  ১২ জানুয়ারি, ২০১৮

বিভিন্ন ছাড়ে জমজমাট স্মার্টফোন ও ট্যাব মেলা

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জমে উঠেছে স্মার্টফোন ও ট্যাব মেলা। তিন দিনের এই মেলার আজ ছিল দ্বিতীয় দিন। মূল্যছাড় আর উপহারের বিভিন্ন অফারে প্রথম দিন থেকেই দর্শনার্থীদের কাছে সাড়া ফেলেছে মেলাটি। শুক্রবার সকাল থেকেই দর্শনার্থীদের পদচারনায় মুখর হয়ে ওঠে ঢাকার আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মেলা প্রাঙ্গন। ছুটিরদিন থাকায় বড়দের পাশাপাশি ছোটদের অংশগ্রহণও ছিল দেখার মতো।

মেলায় স্যামসাং মোবাইলে রয়েছে নির্দিষ্ট কিছু মডেলের স্মার্টফোনে মূলছাড়। এছাড়া গ্যালাক্সি এ৮ প্লাস ফোন মেলার প্রথম দিন থেকেই প্রি অর্ডার করা যাচ্ছে। রয়েছে নানা ধরনের উপহার। প্রথমদিন ফোন বিক্রিতে প্রথম স্থানে ছিল স্যামসাং। দ্বিতীয় স্থানে ছিল শাওমি। এছাড়া মেলায় অংশ নেওয়া প্রতিটি ব্র্যান্ড মোবাইলফোন কিনলেই নগদ ছাড় ও বিভিন্ন অফার দিচ্ছে।

মেলায় শাওমির প্রতিটি ফোনে দেওয়া হচ্ছে শীতের জ্যাকেট উপহার। এছাড়া প্রতিদিন র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হচ্ছে শাওমির স্টলে। শাওমি বাংলাদেশের প্রধান নির্বাহী দেওয়ান কানন জানান, শাওমির প্যাভিলিয়নে স্মার্টফোন প্রেমীদের উপচে পড়া ভিড় রয়েছে প্রথম দিন থেকেই।

স্মার্টফোন বা ট্যাবলেট যে ডিভাইসই হোক না কেন সেটি কোনও কারণে নষ্ট হয়ে গেলে কোথায় মেরামত করা যাবে তা নিয়ে চিন্তিত থাকেন। সে চিন্তা দূর করতে রিপেয়ার সেবা নিয়ে মেলায় হাজির হয়েছে কুইক ফিক্স। সেবাটির মাধ্যমে ব্যবহারকারীরা স্যামসাং, হুয়াওয়ে, অপ্পো, ভিভো, শাওমি, অ্যাপল ও অন্যান্য ব্র্যান্ডের ডিভাইসের নানাবিধ সমস্যা ‘রিপেয়ার’ করতে পারবেন। মেলা উপলক্ষে কুইক ফিক্সের স্টলে বুকিং দিয়ে প্রথম রিপেয়ারে পাওয়া যাবে ১০ শতাংশ ছাড়। ডিসকাউন্ট।

মেলার আয়োজনকারী এক্সপো মেকারের কৌশলগত পরিকল্পনাকারী মুহম্মদ খান জানান, প্রদর্শনী উপলক্ষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিশেষ ছাড় ও উপহার দিচ্ছে। দর্শকরা প্রযুক্তির আধুনিক সব স্মার্ট ডিভাইস যাচাই বাছাই করে দেখতে ও কিনতে পারছেন। রয়েছে অন্যান্য অনেক আয়োজন।

মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। এবারও মেলা উপলক্ষে স্মার্টফোন ও ট্যাব এক্সপোর অফিসিয়াল ফেইসবুক পেইজে ‘টেকনো মোবাইল’—এর সৌজন্যে (https://www.facebook.com/STExpo/) স্মার্ট বাজ কুইজ কনটেস্ট-এর আয়োজন করা হয়েছে। এতে বিজয়ীরা আকর্ষণীয় পুরস্কার পাবেন।

এবারের মেলার টাইটেল স্পন্সর দেশের আইসিটি ও টেলিকম বিষয়ক শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল টেকশহরডটকম। প্ল্যাটিনাম স্পন্সর স্যামসাং ও টেকনো মোবাইল। গোল্ড স্পন্সর শাওমি ও উই। সিলভার স্পন্সর হুয়াওয়ে, এলজি স্মার্ট ফোন, অপ্পো ও সিম্ফনি। পার্টনার হিসেবে রয়েছে এডুমেকার। মেলার টিকিট বুথ স্পন্সর কিকসা ডটকম। মেলা শেষ হবে কাল শনিবার।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
স্মার্টফোন মেলা,স্মার্টফোন ও ট্যাব মেলা,ছাড়
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist