reporterঅনলাইন ডেস্ক
  ০২ জানুয়ারি, ২০১৮

সহজে ইংরেজি শেখার অ্যান্ড্রয়েড অ্যাপস

বিশ্বায়নের এই যুগে দৈনন্দিন কাজে ইংরেজি ভাষার ব্যবহার এবং প্রয়োগ ক্রমাগত বেড়েই চলেছে। কিন্তু বাংলা ভাষাভাষীদের অনেকেই চর্চার অভাবে এর সঠিক প্রয়োগ করতে পারছেন না। তাই তাদের অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হচ্ছে।

এসব বিষয় বিবেচনা করে ২০১৬ সালে বাংলা ভাষাভাষীদের জন্য সহজে ইংরেজি শেখা ও চর্চার নতুন একটি ওয়েবসাইট Englishfor2day.com (http://www.englishfor2day.com/ ) তৈরি করেছিলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার মো: শামীম হোসেন। কিন্তু এবার তিনি এই ওয়েবসাইটিকে সবার কাছে আরো সহজে পৌছে দেবার জন্য তৈরী করলেন Englishfor2day.com এর অ্যান্ড্রয়েড অ্যাপস।

অ্যাপসটি ডাউনলোডের লিংক https://play.google.com/store/apps/details?id=englishfor2day.com&hl=en

অ্যান্ড্রয়েড অ্যাপসটি ডাউনলোডের মাধ্যমে শিক্ষার্থীরা তথা চাকুরি প্রত্যাশীরা নিয়মিতভাবে কুইজে (Daily Quiz) অংশগ্রহণ করতে পারবে এবং জানতে পারবে Preposition, Synonym এবং Antonym সহ আরো অনেক কিছু এবং Online Exam বিভাগে লগইন করে যে কেউ নিজের অবস্থান যাচাই করতে অনলাইন এ পরীক্ষা দিতে পারবেন।

এছাড়াও এই অ্যান্ড্রয়েড অ্যাপেসের Spoken Rules বিভাগ থেকে সবাই ইংরেজি ভাষাকে আরও সহজভাবে শিখতে ও চর্চা করতে পারবে। অ্যাপসটির Article বিভাগ থেকে Dialogue, Paragraph, Essay, Composition, Story writing এবং Email writing সহ আরো অনেক কিছু জানতে পারবে। সকল পেশার লোকজন তাদের দৈনন্দিন জীবনে বহুল ব্যবহার্য বাংলা বাক্যের ইংরেজি প্রয়োগ পাবেন অ্যাপসটির Manners and Dialogue বিভাগে।

এছাড়া ছাত্রছাত্রী ও চাকুরি প্রত্যাশীদের জন্য ব্যবহার্য শব্দসমূহের ভান্ডার পাওয়া যাবে অ্যাপসটির Vocabulary বিভাগে। বিদেশ যেতে ইচ্ছুকদের জন্য অ্যাপসটির GRE বিভাগে আছে GRE'র শব্দসমূহ।

ইংরেজী পত্রিকাগুলোতে বহুল ব্যবহৃত শব্দগুলির বাংলা অর্থ দেখা যাবে Newspaper Words বিভাগে। এছাড়া অ্যাপসটিতে আরো সংযুক্ত আছে Basic Grammar এর সকল নিয়মসহ Form of verbs, Proverb, Idioms & Phrase, Acronym and Abbreviation, Terminology। Correct Pronunciation বিভাগের হেয়ার বাটনে ক্লিক করে Listening Skill এর সক্ষমতা বাড়াতে পারবেন।

ওয়েবসাইটটির নির্মাতা মো: শামীম হোসেন বলেন, আমাদের সবার মাঝে কম বেশি ইংরেজি ভাষা নিয়ে ভয় কাজ করে। এই ভয়কে দূর করতে এবং নিজ থেকে ইংরেজি ভাষা আরও সহজে শেখার ক্ষেত্রে এই অ্যাপসটি অনেক সাহয্য করবে বলে আমি আশাবাদী।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সহজে ইংরেজি,শেখা,অ্যান্ড্রয়েড অ্যাপস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist