reporterঅনলাইন ডেস্ক
  ১৮ অক্টোবর, ২০১৭

‘ব্যাখ্যা পেয়েছি, সেটা বলতে চাই না’

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে ‘বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবক্তা’ বলায় নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যা পেয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে এ বিষয়ে তিনি আর কিছু বলতে চাননি।

তিনি বলেন, ব্যাখ্যা পেয়েছি, সেটা বলতে চাই না। এ বিষয়ে কিছু বলার থাকলে প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনাররা বলবেন।

বুধবার দুপুর সোয়া দুইটায় নির্বাচন কমিশনের সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের সংলাপ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের প্রস্তাব সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও কমিশনারা ইতিবাচক বলে জানান সেতুমন্ত্রী। তিনি বলেন, আমাদের দলের পক্ষ থেকে যে ১১ দফা প্রস্তাব দেওয়া হয়েছে, এ সম্পর্কে নির্বাচন কমিশনাররা বলেছেন, এটা কোনো রাজনৈতিক দলের প্রস্তাব বলে মনে করি না। এই প্রস্তাবগুলো নিরপেক্ষ বলে মনে করেন তারা।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ব্যাখ্যা,বলতে চাই না,ওবায়দুল কাদের
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist