reporterঅনলাইন ডেস্ক
  ০৯ আগস্ট, ২০১৭

২৪ আগস্ট থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ

২৪ আগস্ট থেকে পর্যায়ক্রমে নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। এরমধ্যে ৬ দলের সঙ্গে ঈদের আগে সংলাপ শেষ করা হবে।

বুধবার ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান আরজু জানান, ঈদের আগে নির্বাচন কমিশন ২৪ আগস্ট বেলা ১১টায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), বিকেল ৩টায় বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট), ২৮ আগস্ট বেলা ১১টায় বাংলাদেশ মুসলীম লীগ-বিএমএল, বিকেল ৩ টায় খেলাফত মজলিশ, ৩০ আগস্ট বেলা ১১টায় বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বিকেল ৩ টায় জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সঙ্গে বসবে।

তিনি বলেন, নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকার শেষ দিক থেকে পর্যায়ক্রমে সংলাপে আমন্ত্রণ জানানো হচ্ছে। অর্থাৎ যারা তালিকার শেষে রয়েছেন তাদের আগে ডাকা হচ্ছে।

প্রতিদিন দুইটি দলের সঙ্গে সংলাপ হবে। প্রতি দলের ১০জন প্রতিনিধিকে সংলাপে আমন্ত্রণ জানানো হচ্ছে।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইসি,সংলাপ,রাজনৈতিক দল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist