reporterঅনলাইন ডেস্ক
  ২৪ জুলাই, ২০১৭

পটুয়াখালী জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দূর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগ পটুয়াখালী জেলা শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে সোমবার বেলা ১২টায় জাতীয় পতাকা, দলীয় পতাকা, সংগঠনের পতাকা, বেলুন ফেস্টুন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রধান অতিথি থেকে জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহ এম.পি.। উদ্বোধক ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ সাইফুর রহমান সোহাগ।

প্রধান অতিথির বক্তব্যে আবুল হাসনাত আবদুল্লাহ এমপি বলনে, Ôবঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ছাত্রলীগের সকল পর্যায়ের নেতাকর্মীদেরসহ ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করে কাজ করার আহবান জানান। তিনি বলেন স্বাধীনতার ইতিহাস ছাত্র সমাজের ইতিহাস, ভাষা আন্দোলন, ৬৯ এর গণআন্দোলন সর্বোপরি মুক্তিযুদ্ধে ছাত্রলীগের ভূমিকা ছিল প্রশংসনীয়।’

জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক ভুইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রাশেদ খানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এ্যাড. আফজাল হোসেন, সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহাবুবুর রহমান তালুকদার এমপি, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মিসেস লুৎফুন নেছা এমপি, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এ্যাড. মোঃ শাহজাহান মিয়া, জেলা পরিষদের প্রশাসক খান মোশারফ হোসেন। বিশেষ বক্তা ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ মাকসুদুর রহমান, মোঃ আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফয়সল আমীন, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ ইসহাক আবির হাওলাদার, উপ-তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু মুসা আব্দুল্লাহ সৌরভ প্রমুখ। সম্মেলনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলালীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি ও পটুয়াখালী জেলা শাখার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মো. রিফাত হাসান সজিব জানায়, সভাপতি পদে ১১জন ও সাধারণ সম্পাদক পদে ৩২ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছে।

নির্বাচন পরিচালনা কমিটির অপর দুই সদস্য হলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. আরিফুর রহমান মৃধা ও দপ্তর সম্পাদক মো. মনিরুজ্জামান। সোমবার রাত ৮টা পর্যন্ত কোনো কমিটি ঘোষণা করা হয়নি।

উল্লেখ্য, ২০১৪ সালের ২২ সেপ্টেম্বর পটুয়াখালী জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ছাত্রলীগ,সম্মেলন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist