reporterঅনলাইন ডেস্ক
  ২২ জুলাই, ২০১৭

উন্নত চিকিৎসা নিতে ভারতে আহমদ শফী

উন্নত চিকিৎসা নিতে ভারত গেছেন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী। ৯৫ বছর বয়সী শফী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিয়ে চট্টগ্রামে ফেরার ১২ দিন পর শনিবার দিল্লি রওনা হন।তার ২ ছেলে মাওলানা মোহাম্মদ আনাস মাদাদী ও মাওলানা মোহাম্মদ ইউসুফ সঙ্গে আছেন।

শনিবার সকাল ১০টায় ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে তিনি রওনা হন বলে জানিয়েছেন হেফাজতের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী। তিনি গণমাধ্যমে বলেন, ‘বাংলাদেশের চিকিৎসকদের পরামর্শে বড় হুজুরকে উন্নত চিকিৎসার জন্য দিল্লি নিয়ে যাওয়া হয়েছে। সেখানে অ্যাপোলো হাসপাতালে তিনি চিকিৎসা নেবেন।’

আহমদ শফীকে গত ৬ জুন এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয় আহমদ শফীকে গত ৬ জুন এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়। শারীরিক দুর্বলতা ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে গত ১৮ মে থেকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন হাটহাজারীর কওমি মাদ্রাসা দারুল উলুম মইনুল ইসলাম-এর মহাপরিচালক শফী।

প্রায় ১৫ দিন সেখানে চিকিৎসার পর পরিস্থিতির উন্নতি না হওয়ায় গত ৬ জুন এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে আনা হয়েছিল ঢাকার আজগর আলী হাসপাতালে। সেখানে চিকিৎসা শেষে গত ১০ জুলাই চট্টগ্রাম ফিরেছিলেন তিনি।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আহমদ শফী,ভারতে,উন্নত চিকিৎসা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist