reporterঅনলাইন ডেস্ক
  ১৯ জুলাই, ২০১৭

দিল্লি গেলেন এরশাদ

ভারত সরকারের আমন্ত্রণে দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। ৫ দিনের সফর শেষে আগামী ২৩ জুলাই বিকেলে দেশে ফিরবেন তিনি।

বুধবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা দেন এরশাদ। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার ও সুনীল শুভরায়।

বিমানবন্দরে এরশাদকে বিদায় জানান দলের কো-চেয়ারম্যান জি এম কাদের, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, আবুল কাশেম, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, কেন্দ্রীয় নেতা সুজন দে প্রমুখ।

এরশাদের ভারত সফরের বিষয়ে সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, ভারত সরকারের আমন্ত্রণে দলের চেয়ারম্যান দিল্লী সফরে গিয়েছেন। তিনি সেখানে বিজেপি নেতৃত্বাধীন সরকারের উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। ভারত সফর শেষে ২৩ জুলাই হুসেইন মুহম্মদ এরশাদ দেশে ফিরবেন।

পিডিএসও/হেলাল​

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হুসেইন মুহম্মদ এরশাদ,জাতীয় পার্টি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist