reporterঅনলাইন ডেস্ক
  ২৫ জুন, ২০১৭

ভাঙা হচ্ছে মওদুদের গুলশানের বাড়ি

আইনি লড়াইয়ে হেরে যাওয়া বিএনপি নেতা মওদুদ আহমদকে গুলশানের বাড়ি থেকে উৎখাতের ১৮ দিনের মাথায় ওই বাড়ি ভাঙা শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। গুলশান থানার এসআই খান নুরুল ইসলামি জানান, রোববার সকাল ৯টার পর রাজউক কর্মীরা গুলশান এভিনিউয়ের ১৫৯ নম্বর হোল্ডিংয়ের ওই বাড়ি ভাঙা শুরু করেন।

ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের তৃষা সামিরা জানান, রাজউক কর্মীরা বুলডোজার ও অন্যান্য যন্ত্রপাতি দিয়ে একতলা ওই বাড়ি ভাঙার কাজ করছে। জিনিসপত্র সরিয়ে নেওয়ার জন্য কয়েকটি ট্রাকও এনে রাখা হয়েছে সেখানে।

সর্বোচ্চ আদালতের রায়ের পর গত ৭ জুন অভিযান চালিয়ে ওই বাড়ির নিয়ন্ত্রণ নেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এক বিঘা ১৩ কাঠা ১৪ ছটাক জমির ওপর ওই সম্পত্তির দাম তিনশ থেকে সাড়ে তিনশ কোটি টাকার মত বলে রাজউক কর্মকর্তাদের হিসাব।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মওদুদ বাড়ি,ভাঙা হচ্ছে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist