reporterঅনলাইন ডেস্ক
  ২০ মে, ২০১৭

আগামী নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতি...

আ’লীগে সদস্য সংগ্রহ-নবায়ন শুরু

আনুষ্ঠানিকভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযান শুরু করেছে দলটি। এরই মধ্যে দলটির সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সদস্যপদ নবায়ন করা হয়েছে। আজ শনিবার গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় নতুন সদস্য সংগ্রহ ও পুরোনো সদস্যের নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন দলের সভাপতি শেখ হাসিনা। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ও সুপ্রিম কোর্টের একজন আইনজীবীকে আওয়ামী লীগের সদস্য করা হয়। তারা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের শিক্ষক এ জে এম শফিউল আলম ভূঁইয়া ও সুপ্রিমকোর্টের আইনজীবী ফারজানা বেগম। আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, দলীয় সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের সদস্যপদ নবায়ন করেছেন। এছাড়া এই প্রক্রিয়ার মাধ্যমেই নতুন সদস্য সংগ্রহ ও পুরনো সদস্যপদ নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। এরপর জেলা নেতারা সারাদেশে এই কার্যক্রম পরিচালনা করবেন। আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুসারে, নির্দিষ্ট হারে চাঁদা দিয়ে প্রতি ৩ বছর অন্তর অন্তর দলের সদস্যপদ নবায়ন করতে হয়। আর নতুন সদস্য সংগ্রহ অভিযানও সময়-সময় করা হয়। সর্বশেষ ২০১০ সালে সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছিল। কিন্তু সেবার তা বেশিদিন চলেনি। তবে এবার বেশ কিছু দিন এই অভিযান চলবে বলে জানা গেছে।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযান,আওয়ামী লীগ,নির্বাচনের প্রস্তুতি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist