reporterঅনলাইন ডেস্ক
  ১৮ মে, ২০১৭

বিএনপি নেতা বুলু কারাগারে

আদালতে আত্মসমর্পণের পর বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার নাশকতার এক ডজন মামলায় তার জামিন নাকচ করেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত। এর আগে ২৯টি মামলায় আদালতে আত্মসমর্পণ করে তিনি জামিনের আবেদন করেন। আবেদনের শুনানি শেষে বিচারকরা ১৭ মামলায় জামিন মঞ্জুর করলেও ১২ মামলায় বুলুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে আসামিপক্ষের অন্যতম আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জানান। বুলুর পক্ষে শুনানি করেন আইনজীবী সানাউল্লাহ মিয়া, খোরশেদ মিয়া আলম ও জয়নুল আবেদীদ মেজবাহ।

প্রসঙ্গত ২০১৫ সালে বিএনপির হরতাল-অবরোধ কর্মসূচির মধ্যে নাশকতার অভিযোগে এসব মামলা দায়ের করা হয়। জয়নাল আবেদীন মেজবাহ জানান, বিএনপি নেতা বুলুর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮০টি মামলা রয়েছে।

জামিনের আবেদনে বলা হয়, বরকত উল্লাহ বুলু অসুস্থ। দেড় মাস তিনি হাসপাতালে ছিলেন। তাছাড়া সামনে রোজার মাস। সবকিছু বিবেচনায় যে কোনো শর্তে তার জামিন দেওয়া হোক। কিন্তু ১২ মামলায় জামিন নাকচ হওয়ায় আদালত থেকেই তাকে কারাগারে পাঠানো হয়।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিএনপি নেতা,বুলু কারাগারে,আদালতে আত্মসমর্পণ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist