জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট

  ২৭ এপ্রিল, ২০১৭

ভারত সফর শেষে দেশে ফিরলেন এরশাদ

লালনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে পাচঁ সদস্যর দল নিয়ে ভারত সফর শেষে ৫ দিন পর দেশে ফিরলেন জাপা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তিনি। বুড়িমারী জিরো পয়েন্ট হয়ে হাতীবান্ধার উপজেলার তিস্তা ব্যারাজের অবসরে যাত্রা বিরতি পর বিকেলে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন।

বুড়িমারী জিরো পয়েন্টে জাপা চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানাতে, রংপুর মহানগর জাপার সভাপতি মোস্তাফিজার রহমান, সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন আসিফ, কালীগঞ্জ উপজেলা আহবায়ক রোকন উদ্দিন আহম্মেদ বাবুল ও হাতীবান্ধা উপজেলার জাপার আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য এম জি মোস্তফাসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার সাংবাদিকদের বলেন, ‘সফরটি ছিল পারিবারিক। তিনি আরও বলেন, তিস্তা নিয়ে মমতা ব্যানার্জীর সাথে কথা হয়নি। আমাদের এক দফা এক দাবী শুধু তিস্তার পানি চাই। তিনি ঢাকায় গিয়ে ৩৪টি দল নিয়ে আগামী নির্বাচনের জোট ঘোষনা দিবেন বলে জানান।’ প্রসঙ্গত, গত রোববার তিনি পাচঁ সদস্যর দল নিয়ে ৫দিনের জন্য বুড়িমারী স্থল বন্দর হয়ে ভারতের উদ্দ্যেশে রওনা করেন।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এরশাদ,ভারত সফর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist