reporterঅনলাইন ডেস্ক
  ২৭ মার্চ, ২০১৭

‘যারা গণহত্যা দিবস চায় না তারা স্বাধীনতাও চায় না’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা গণহত্যা দিবস পালন করে না, তারা জনগণের কল্যাণ চায় না, স্বাধীনতা চায় না। বিএনপি আছে হানাদার বাহিনীর সঙ্গে, আছে আল-বদর রাজাকারদের সঙ্গে। তারা সাধারণ মানুষের পাশে নেই।

তিনি বলেন, পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছিল। যখন তারা ক্ষমতায় ছিল দেশের উন্নতি হয়নি।

সোমবার কৃষিবিদ ইনস্টিটিউটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের ক্ষুধার্থ মানুষদের দেখিয়ে বিদেশ থেকে সহায়তা এনে নিজের উন্নতি করেছে তারা। আমরা নিজেদের ভাগ্য গড়তে আসিনি, মানুষের ভাগ্যের উন্নয়ন করতে এসেছি।

শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম গড়ে তুলতে বঙ্গবন্ধুর ত্যাগ ও সংগ্রাম এবং স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত দেশ গঠনে শেখ মুজিবের ভূমিকার কথা উল্লেখ করেন। একইসঙ্গে তার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক বিভিন্ন অগ্রগতির কথাও তুলে ধরেন।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গণহত্যা,দিবস,স্বাধীনতা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist