reporterঅনলাইন ডেস্ক
  ১৮ ফেব্রুয়ারি, ২০১৭

মন্ত্রীর উপস্থিতিতে আ’লীগের দুগ্রুপে সংঘর্ষ : সভা পণ্ড

বন্দর নগরী চট্টগ্রামের হাটহাজারীতে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের উপস্থিতিতে আওয়ামী লীগের ২ গ্রুপের মধ্যৌ সংঘর্ষের ঘটনা ঘটেছে। আর এই সংঘর্ষের জেরে একটি সংবর্ধনা অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে। আজ শনিবার বিকালে উপজেলা সদরের পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালামের সংবর্ধনা অনুষ্ঠানে ফুল দেওয়া নিয়ে এ সংঘর্ষ হয়। সালামের গ্রামের বাড়ি হাটহাজারীতে। সংঘর্ষের সময় মঞ্চে উপস্থিত অনুষ্ঠানের প্রধান অতিথি মন্ত্রী মোশাররফ হোসেন নেতাকর্মীদের থামানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে ৪টার দিকে হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শুরুর পর উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মঞ্জুর অনুসারীরা আগে ফুল দিতে চান। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন নোমানের অনুসারীরা নিয়ম মেনে ফুল দিতে বললে বাকবিত-ার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয় বলে প্রত্যক্ষদর্শী একজন সাংবাদিক জানান। তিনি বলেন, উভয়পক্ষের লোকজন এ সময় হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়িতে জড়িয়ে পড়ে। ভাংচুর করা হয় অনেক চেয়ার।

মঞ্চে থাকা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোশাররফ হোসেন মাইকে তাদের নিবৃত্ত হওয়ার অনুরোধ জানান। শেষে ব্যর্থ হয়ে মন্ত্রী অনুষ্ঠানস্থল ত্যাগ করলে তা বাতিল হয়ে যায়। এসময় এম সালাম ছাড়াও উত্তর জেলা ও হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ নেতারা মঞ্চে ছিলেন। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন বলেন, সংবর্ধনা অনুষ্ঠানে ফুল দেওয়ার একটা নিয়ম আছে। কিন্তু কয়েকটি বিশৃঙ্খলাকারী গ্রুপ এটা না মানায় এ ঘটনা ঘটে। যার জন্য সংবর্ধনা অনুষ্ঠান, সেই চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম বলেন, অনুষ্ঠান প- হয়নি। সংঘর্ষের পর আমি ও অন্যান্য নেতারা বক্তব্য দিলে মাগরিবের আগে অনুষ্ঠান শেষ হয়। স্থানীয় ছাত্রলীগের দুপক্ষের মধ্যে অনাকাঙিক্ষত ঘটনা ঘটে বলে মন্তব্য করেন তিনি।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সভা পণ্ড,দুগ্রুপে সংঘর্ষ,আ’লীগ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist