জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট

  ১৮ ফেব্রুয়ারি, ২০১৭

লালমনিরহাটে বিলুপ্ত ছিটমহলে মতবিনিময়কালে এলজিআরডি মন্ত্রী

‘২০২১ সাল পর্যন্ত আ.লীগের সাথে থাকুন’

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। তাই ২০২১ সাল পর্যন্ত আওয়ামীলীগের সাথে থাকুন। তারপর অন্য দল নিয়ে ভাবুন।’ শনিবার দুপুরে লালমনিরহাটের বিলুপ্ত ছিটমহল ভিতরকুটি এলাকার প্রস্তাবিত সালেহা সরকার প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমরা প্রধান নিবার্চন কমিশনার নিয়োগ দিলাম। কিন্তু বিএনপি তা মানেনা। তারা ( বিএনপি) সবকিছুতেই শুধু মানিনা, মানবো না বলে থাকে। তাই আপনারও বিএনপির কোন কথা শুনবেন। কারণ বিএনপি চায়, আমরা গরীব থেকে ভিক্ষা করি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশের উন্নয়ন করছেন তাতে করে ২০২১ সালের পর আমরা যখন মধ্যম আয়ের দেশে পরিণত হবো, তখন আর আমাদেরকে কারও কাছে হাত পাততে হবে না। আমরাই তখন অন্যকে সাহায্য করবো।’

লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ‘লীগের সাধারণ সম্পাদক এ্যাড, মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এলজিইডি প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী ,লালমনিরহাট জেলা প্রশাসক আবু ফযেজ মো: আলাউদ্দিন খান, পুলিশ সুপার এসএম রশিদুল হক, সাবেক চেয়ারম্যান ও স্থানীয় আ‘লীগ নেতা শাজাহান মাষ্টার, ছাত্রনেতা হারুন-অর-রশিদ প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা বিগত ৭০ বছর ধরে যে সকল নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ছিলেন তা আগামী ৩ বছরের মধ্যে পেয়ে যাবেন। ছিটমহলবাসী এখন উন্নয়নের রোড মার্চে রয়েছে ।

মন্ত্রী বিএনপির সমালোচনা করে বলেন, জিয়াউর রহমানের স্বাধীনতা পদক বাতিল করেছে কমিটি। অথচ তারা এরজন্য আন্দোলন তো দূরের কথা রাস্তায় নামেনি। এমনকি তার (জিয়াউর রহমান) গ্রামের বাড়ি বগুড়ার কোন লোকও রাস্তায় নামেনি। কিন্তু আমাদের কারও স্বাধীনতা পদক কেড়ে নেয়া হলে- আমরা সারাদেশে আগুন জ্বালাতাম।’

মন্ত্রী আরও বলেন, বিএনপির আন্দোলন করার মতো কোন ক্ষমতাই না। তাই তারা শুধু বলে, আমরা মানিনা-মানবো। আগামী দিনে (নিবার্চনের সময়) আপনাদের (জনগন) কাছে এসে বিএনপি কোন মায়াকান্না করলে, আপনারা তা শুনবেন না। ২০২১ সাল পর্যন্ত শেখ হাসিনার সাথে থাকুন। তারপর অন্য কিছু ভাবুন। পরে তিনি ধরলা নদীর উপর নির্মানাধীন ২য় ধরলা সেতুর নির্মাণ কাজ পরিদর্শন করেন।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ছিটমহল,এলজিআরডি মন্ত্রী,আওয়ামী লীগ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist